আইপিএল

অবশেষে দিল্লির একাদশে সুযোগ পেলেন মোস্তাফিজ

বুধবার দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। টসের সময় অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানান, একাদশে নেওয়া হয়েছে মোস্তাফিজকে।
mustafizur rahman
মোস্তাফিজুর রহমানের হতাশা। ছবি: আইপিএল ওয়েবসাইট

আইপিএল শুরুর আগে ভাড়া করা বিমানে মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে দলের সমন্বয়ের কারণে একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। বাকিদের নিয়েও ফল পক্ষে আসেনি দিল্লির। টানা তিন ম্যাচ হেরে টেবিলের তলানিতে তারা। অবশেষে চতুর্থ ম্যাচে এসে একাদশে এসেছেন বাংলাদেশের পেসার।

বুধবার দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। টসের সময় অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানান, একাদশে নেওয়া হয়েছে মোস্তাফিজকে।

আইপিএলে গত মৌসুমেও দিল্লির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। শুরুর দিকে পারফর্ম করলেও পরে ছন্দ হারিয়ে জায়গা হারান। তবে মোস্তাফিজকে ধরে রাখে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দিল্লির বিমান ধরেন মোস্তাফিজ। তাকে প্রথম ম্যাচের আগে পেতে ভাড়া করা বিমান ঢাকায় পাঠিয়েছিল দিল্লি। 

প্রথম ম্যাচে বিদেশি পেসার আনরিক নরকিয়া, লুঙ্গি এনগিদিরা ছিলেন না। তবু সুযোগ পাননি মোস্তাফিজ। লক্ষ্ণৌ সুপার জায়ান্ট, গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে টানা তিন ম্যাচ হারে দিল্লি। 

মোস্তাফিজের একাদশে সুযোগ এসেছে অবশ্য স্থানীয় পেসার খলিল আহমেদের চোটে। বাঁহাতি এই পেসারকে বসিয়ে মোস্তাফিজকে একাদশে নিয়ে বিদেশী কোটায় ব্যাটার কমিয়েছে দিল্লি। পারফর্ম করতে না পারায় বাদ পড়েছেন রাইলি রুশো। 

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মানিষ পান্ডে, ইয়াস দুল, রবম্যান পাওয়েল, ললিত যাদব, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, আনরিক নরকিয়া, মোস্তাফিজুর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, ইশান কিশান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নিহাল ওয়াদেরা, ঋত্বিক সোকেন, আরশাদ খান, পিয়ুস চাওলা, জেসন বেহেনড্রফ, রাইলি মেরেডিথ। 

 

Comments