বাবরের প্রত্যাশা পূরণ করতেই এমন দুর্দান্ত বোলিং রউফের

ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তবে সতীর্থদের ব্যাটে বড় পুঁজিই পেয়ে যায় পাকিস্তান। কিন্তু তাতেও ভরসা পাচ্ছিলেন না তিনি। পেসার হারিস রউফের কাছ থেকে তাই কমপক্ষে ৪টি উইকেট চেয়েছিলেন পাক অধিনায়ক। অধিনায়কের চাওয়া পূরণ তো করেছেনই রউফ, দলকেও বড় জয় এনে দেওয়ার রেখেছেন মুখ্য ভূমিকা।

শুক্রবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৮ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় যায় তারা। জবাবে রউফের তোপে পড়ে ১৫.৩ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় কিউইরা।

অথচ লম্বা সময় পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন রউফ। সবশেষ গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। আর ফেরার ম্যাচেই দুর্দান্ত তিনি। ৩.৩ ওভার বল করে মাত্র ১৮ রানের খরচায় ৪টি উইকেট পান। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও বটে।

প্রতিপক্ষ অধিনায়ক টম লাথামের উইকেট পেয়ে শুরু করেন। এরপর জেমস নিশাম, রাচিন রবীন্দ্র ও বেন লিস্টারকে তুলে নেন তিনি। ফলে লড়াইটাও করতে পারেনি সফরকারীরা। এমন দারুণ বোলিং করার পর ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রউফ। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, 'আমি যখন বোলিং করতে আসি তখন (অধিনায়ক) বাবর ভাই আমার কাছে এসে বলেছিলেন, "আমি চাই তুমি আজ ৪টি উইকেট নাও।"'

অধিনায়কের ইচ্ছা পূরণ করতে পারায় দারুণ খুশি রউফ। একই সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়েও, 'এই পারফরম্যান্স করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমি পাকিস্তানের হয়ে অনেক দিন পর খেলছি। এই পিচে আমি স্টাম্প-টু-স্টাম্প বোলিং করার চেষ্টা করেছি।'

তবে নিজের পারফরম্যান্সের জন্য দুই সতীর্থ জামান খান ও শাহিন আফ্রিদিকেও কৃতিত্ব দিয়েছেন রউফ। এদিন বল হাতে পাকিস্তানের গোড়াপত্তন করেন এ দুই পেসার। এ দুই পেসার একটি করে উইকেট পেলেও শুরুতে নিউজিল্যান্ড চেপে ধরেছিলেন। তারই ধারাবাহিকতায় পরে তোপ দাগান রউফ, 'আজকে শাহীন ও জামান যেভাবে শুরুটা ভালো করতে পেরেছিলেন তাতে অনেক আত্মবিশ্বাস পাওয়া যায়। এমন ভালো বোলিং অ্যাটাক থাকলে আপনার ভূমিকা অনেক বেশি সহজ হয়ে যায়।'

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

43m ago