দল না জিতলে পন্টিং, সৌরভদের থেকে লাভটা কি, প্রশ্ন শেবাগের

ricky ponting and sourav ganguly

দিল্লির ছেলে হিসেবে দিল্লির ফ্র্যাঞ্চাইজির প্রতিই বীরেন্দ্রর শেবাগের টান থাকবে, এটাই স্বাভাবিক। সেই টানের কারণেই এবারের আইপিএলে দলটির বেহাল দশায় ভেতরে দহন হচ্ছে তার।  টানা হারের চক্রে ঘুরতে থাকা দিল্লি ক্যাপিটালস শনিবারও ছিল বিবর্ণ। এরপর এক আলোচনায় দলের নামীদামী সাপোর্ট স্টাফের দিকে আঙ্গুল তুলেছেন সাবেক এই তারকা।

শনিবার বিকেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৩ রানে হারে দিল্লি। এই নিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হারল তারা।

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফেও আছেন নামীদামী সব নাম। প্রধান কোচ রিকি পন্টিং, সহকারি কোচ হিসেবে আছেন শেন ওয়াটসন, অজিত আগারকাররা। দলের মেন্টর হিসেবে সৌরভ গাঙ্গুলিও আছেন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় এসব বড় নামদেরই শূলে চড়িয়েছেন শেবাগ, 'যদি সত্যি কথা বলি তাহলে বলতে হয় কোচিং স্টাফে যারা আছেন তারা কোনো অবদান রাখতে পারছে না। খেলোয়াড়রা যদি পারফর্ম করতে না পারে স্কোয়াড কত শক্তিশালী তাতে কিচ্ছু আসে যায় না। ড্রেসিংরুমে বড় অনেক নাম (কোচ) থাকতে পারে। ব্যাটাররা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাদের থেকে লাভটা কি?'

অধিনায়ক ওয়ার্নার নিয়মিত রান পেলেও তার মন্থর ব্যাটিং মেটাতে পারছে না প্রত্যাশা। মিচেল মার্শ, পৃথ্বী শ'র মতন তারকারা হচ্ছেন ব্যর্থ। শেবাগের মতে অত্যধিক নির্দেশনা দিয়ে না দিয়ে খেলোয়াড়দের নির্ভার রাখা জরুরি, 'খেলোয়াড়দের সারাক্ষণ নির্দেশনা দেওয়ার দরকার কি বুঝি না। যারা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে তাদের দলে রাখতে হবে। দিল্লিতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে কিন্তু তারা পারফর্ম করছে না। পারফর্ম না এলে মাঠের বাইরে কৌশল সাজিয়ে লাভ নেই।'

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

8h ago