দিল্লির জয়ে প্রথম টেস্ট রান পাওয়ার অনুভূতি সৌরভের

টানা পাঁচ ম্যাচে হার। জিততেই যেন ভুলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অবশেষে এলো কাঙ্ক্ষিত জয়। নিজের সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বস্তির এ জয়ে ২৫ বছর পুরনো স্মৃতি মনে পড়েছে দলের টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলির। যেন প্রথম টেস্ট রান পাওয়ার অনুভূতি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রানে গুটিয়ে যায় কলকাতা। জবাবে ৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। যা এ মৌসুমে তাদের প্রথম জয়।
তবে পাঁচ ম্যাচ হারার পরই পরের ম্যাচ থেকেই জয় পাবেন বলে মন্তব্য করেছিলেন সৌরভ। টানা নয় জয়ে দিল্লির প্লে-অফে পৌঁছবে বলেও প্রত্যয় প্রকাশ করেছিলেন তিনি। সে ধারায় শুরুটা দারুণ হলো তাদের। ম্যাচ জিতে তাই স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর, 'জিততে পেরে খুশি। আমি ডাগআউটে বসে ভাবছিলাম যে, এটা (দিল্লির প্রথম জয়) আমার ২৫ বছর আগে প্রথম টেস্টে রান পাওয়ার মতো। আমরা আজ (বৃহস্পতিবার) ভাগ্যবান ছিলাম।'
দলের জয়ে বোলারদের পারফরম্যান্সে দারুণ খুশি সৌরভ। তবে হতাশা প্রকাশ করেছেন ব্যাটারদের নিয়ে। ১২৮ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের। হারিয়েছেও ছয়টি উইকেট। সৌরভের ভাষায়, 'এই মৌসুমে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। আমাদের নিজেদের ভুলত্রুটিগুলো খুঁজতে হবে। এবং দেখতে হবে কী ভাবে আমরা আরও ভালো করতে পারি।'
'স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি আমরা ভালো খেলিনি এবং আরও ভালো ব্যাট করার পথ খুঁজতে হবে। আমাদের ছেলেদের কঠোর পরিশ্রম করে নিজেদের ফর্ম ফিরে পেতে হবে। সেটা পৃথ্বী হোক, মানিশ হোক বা মিচেল মার্শ। তারা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগামীকাল আমাদের একদিনের ছুটি আছে এবং এরপর হায়দারাবাদে উড়ে যাব। আশা করি, সেখানে ভালো ব্যাটিং উইকেট হবে, সাধারণত যেটা হয়ে থাকে,' যোগ করেন সৌরভ।
Comments