আইপিএল

রোহিতকে বিরতি নিতে বললেন গাভাস্কার

Sunil Gavaskar & Rohit Sharma

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শূন্য রানে আউট হয়েই একটা বিব্রতকর রেকর্ডে নাম লেখান মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে সবচেয়ে বেশি ১৬টি শূন্য তার। পাঞ্জাব কিংসের  বিপক্ষে আগের ম্যাচেও তিনি ফিরিয়েছিলেন শূন্য রানে। এবার আইপিএলে দশ ম্যাচে কেবল একটা ফিফটি করা রোহিতকে দেখে মনে হচ্ছে রান করা ভীষণ কঠিন এক কাজ। এই অবস্থায় আইপিএল থেকে তাকে আপাতত বিরতিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

১০ ম্যাচে মাত্র ১৮.৩৯ গড় আর ১২৬.৮৯ স্ট্রাইকরেটে ১৮৪ রান করেছেন রোহিত। পাঞ্জাবের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর চেন্নাইর বিপক্ষে নেমেছিলেন তিন নম্বরে। অবস্থা বদলায়নি। দলের বিপদে বাজে শটে আত্মাহুতি দিয়ে ফেরেন কোন রান না করেই।

রোহিতের বর্তমান এই বাজে ছন্দ চিন্তায় ফেলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও। গাভাস্কার মনে করেন জাতীয় দলের সামনে গুরুত্বপূর্ণ সূচি ও তার বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্রাম খুব জরুরি, 'আমি এমনিতেও বলতাম রোহিতকে আপাতত বিরতি নেওয়া দরকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেকে সতেজ রাখা দরকার। কয়েক ম্যাচ পর সে আবার ফিরতে পারে। কিন্তু এখন তার আসলে সত্যিই কিছু বিশ্রাম দরকার।'

রান পাচ্ছেন না, উইকেটে উপস্থিতিও মোটেও চিরচেনা নয়। রোহিতকে মনে হচ্ছে নিজেকে হারিয়ে খুঁজছেন। শনিবার ১৩ রানে ২ উইকেট হারিয়ে তার দল যখন ধুঁকছে, দীপক চাহারের বলে অদ্ভুতভাবে শট খেলতে যান রোহিত।

বলের গতি, মুভমেন্ট না পড়েই শূন্য রানে থাকা অবস্থায় স্কুপ করতে গিয়েছিলেন। টপ এজড হয়ে বল যায় শর্ট থার্ডম্যানে রবীন্দ্র জাদেজার হাতে। গাভাস্কারের মতে খেলার ভেতরে থাকলে রোহিত এমন শট খেলতেন না,   'সে খেলার মধ্যে থাকলে এমনটা দেখতাম না। আমি ভুল হতে পারি। কিন্তু এটা অধিনায়কের শট না। যখন দল সংকটে অধিনায়কের ইনিংস পুনর্গঠন দরকার, যখন কিনা আপনি নিজেও ছন্দে নেই। এই অবস্থায় স্বাভাবিক ক্রিকেট খেলে ভদ্রস্থ পুঁজি দরকার ছিল। পাওয়ার প্লের মধ্যে খুব বেশি রান হওয়ার আগে দুই উইকেট পড়ে গেল। এরপর ছন্দে না থেকে আপনি এভাবে খেলতে গেলেন।'

'আপনি যদি ছন্দে থাকেন, স্কুপ শট খেলাটা বোধগম্য। কিন্তু আপনি যেখানে আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। আপনি এরকম একটা শট খেলে রান করতে চাইছেন। এটা না করে দ্রুত এক, দুই করে নিয়ে পরে বড় শটের দিকে যাওয়া উচিত ছিল।'

আইপিএলে লিগ পর্বে এখনো চার ম্যাচ বাকি আছে মুম্বাইর। প্লে অফে যাওয়ার পথেও অনেকটা পিছিয়ে তারা। এই অবস্থায় রানে না থাকা রোহিতকে আপাতত ম্যাচ খেলা থেকে বিরতি দেওয়া প্রয়োজন মনে করছেন গাভাস্কার, 'হয়ত সে এখন অস্থির। একটা বিরতি থাকে সতেজ করতে পারে। সে নিজে ও মুম্বাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারে।'

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago