মাহমুদউল্লাহর অলরাউন্ড নৈপুণ্যে জিতল মোহামেডান

প্রথমে ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বল হাতেও রেখেছেন কার্যকরী ভূমিকা। মূলত তার অলরাউন্ড নৈপুণ্যেই সুপার লিগে প্রথম জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জবাবে ৪৯ ওভারে ২২০ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ।

তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপেই ছিল মোহামেডান। দলীয় ১৭ রানেই দুই ওপেনার অধিনায়ক ইমরুল কায়েস ও রুবেল মিয়াসহ মাহিদুল ইসলাম অঙ্কনকে হারায় দলটি। এরপর আব্দুল মজিদের সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। চাপ সামলে ১৩৩ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর আরিফুল হকের ফিফটিতে লড়াইয়ের পুঁজি মিলে তাদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ৯৫ বলে ৩টি করে চার ও ছক্কায় এ রান করেন তিনি। ৮৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন মজিদ। ৪৪ বলে ১টি চার ও ৬টি ছক্কায় ৫৫ রান করেন আরিফুল। গাজী গ্রুপের টিপু সুলতান ৩টি এবং মোহাম্মদ এনামুল ও জয়নুল ইসলাম ২টি করে উইকেট পান।

জবাবে এমএম মেহরবের ফিফটিতে লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি গাজী গ্রুপ। ৭৯ বলে ৬৩ রান করেন মেহরব। মেহেদী মারুফ করেন ৪২ রান। মোহামেডানের হয়ে নাজমুল ইসলাম অপু, এনামুল হক জুনিয়র, মুশফিক হাসান ও সৈয়দ খালেদ আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট পান মাহমুদউল্লাহ।

এদিনের অপর ম্যাচে সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে ৬০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে আবাহনী।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুর, চিরাগ জানি ও জাওয়াদ রোয়েনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় রূপগঞ্জ। শুক্কুর ৫২, চিরাগ ৫০ ও জাওয়াদ ৪৬ রানের ইনিংস খেলেন। ২২ বলে ২টি করে চার ও ছক্কায় ২৬ রান করেন মাশরাফি। আবাহনীর রিপন মণ্ডল ৪৫ রানের খরচায় পান ৪টি উইকেট।

লক্ষ্য তাড়ায় মোহাম্মদ নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে জয় তুলে নিতে তেমন কোনো বেগ পেতে হয়নি আবাহনীকে। জয় ৭৬ বলে ৬৭ রান করেন। ৫৬ রান করেন নাঈম। এছাড়া আফিফ হোসেন ও এনামুল হক দুইজনই করেন ৩৩ রান করে। রূপগঞ্জের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট নেন মুক্তার আলী।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে তারা। জবাবে ৪৯.২ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস।

মূলত সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিফটিতে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজি মেলে বর্তমান চ্যাম্পিয়নদের, ১০২ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৮৩ রান করেন সাইফ। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন সোহান। এছাড়া ফজলে মাহমুদ ৩৬ রান করেন। প্রাইম ব্যাংকের কাসিফ ভাট্টি ২৩ রানের বিনিময়ে পান ৩টি উইকেট।

জবাবে শাহাদাত হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিলের ফিফটিতে লড়াই করেছিল প্রাইম ব্যাংক। তবে সতীর্থদের ব্যর্থতায় হারতেই হয় তাদের। নাবিল ৯০ বলে ৭৫ রান করেন। শাহাদাত খেলেন ৬৬ রানের ইনিংস। এছাড়া আল-আমিন ৩৬ ও শেখ মেহেদী ৩৫ রান করেন। শেখ জামালের পক্ষে শফিকুল ৩টি এবং পারভেজ রসুল ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন।

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

46m ago