ব্যাটিং ব্যর্থতায় এবার লড়াই করতে পারল না বাংলাদেশ

আগের ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝলকে রেকর্ড রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জ্যোতির ব্যাট আর হাসল, অন্যরাও কেউ দায়িত্ব নিতে পারলেন না। অল্প পুঁজি গড়ে লঙ্কান মেয়েদের সঙ্গেও তাই লড়াই জমাতে পারেনি বাংলাদেশ।
বৃহস্পতিবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ১৮.৩ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। চামারি আতাপাত্তুরা সেই রান তুলে নেন ৯ বল আগে।
১০১ রানের লক্ষ্যে নেমে দলকে ভালো শুরু পাইয়ে দেন চামারি। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান আনতে থাকে তারা। ২৭ বলে ৩৩ করে সপ্তম ওভারে চামারি যখন রাবেয়া খানের শিকার হন ততক্ষণে এসে গেছে ৪৩ রান।
এরপর ভিষ্মি গুনারত্নেকে ও নিলাক্ষি ডি সিলভাকে ফিরিয়েছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। তা খুব একটা সমস্যার হয়নি লঙ্কানদের। হারশিতা সামারাবিক্রমা আর কাভিশা দিলহারি মিলে বাকি রান তুলে নেন অনায়াসে। ২৯ রানে অপরাজিত থাকেন হারশিতা, কাভিশার ব্যাট থেকে আসে ২০ রান।
সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শামীমা সুলতানা-রুবা হায়দারের ওপেনিং জুটি টিকেছে ২৬ বল। দলের ২৮ রানে ফেরেন রুবা। থিতু হয়ে থামেন শামীমাও। ২৩ বলে ১৮ করেন তিনি।
তিনে নেমে সোবহানা মোশতারিও (১৮) থিতু হয়েছিলেন। কাওয়া কাবিন্দির বলে বোল্ড হয়ে অসময়ে নেন বিদায়। এরপর দুই অঙ্কের রান পেয়েছেন কেবল আর একজন। মুরশিদা খাতুন করেন ১০ বলে ১৪।
আগের ম্যাচে ঝড় তুলা জ্যোতি ফেরেন ১৭ বলে ৭ করে। ৩ উইকেটে ৭০ থেকে তাসের ঘরের মতো ধসে পড়ে একশো রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
লঙ্কানদের হয়ে উদেশকা প্রবোধানি, সুগন্ধিকা কুমারি, ইনোকা রানেওয়ারা আর কাভিশা দিলহারি নিয়েছেন ২টি করে উইকেট।
শুক্রবার দুপুর দেড়টায় সিরিজ নির্ধারনী টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
Comments