কোহলি-রোহিতকে বাদ দিয়ে টি-টোয়েন্টিতে তরুণদের চান শাস্ত্রী

টি-টোয়েন্টি তো বটেই ভারতীয় দলের সব সংস্করণের অধিনায়ক রোহিত শর্মা। এর আগে ছিলেন বিরাট কোহলি। অথচ সময়ের অন্যতম সেরা এ দুই তারকাকে টি-টোয়েন্টি সংস্করণে না রেখে আইপিএলে ভালো করা তরুণদের রাখার পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।
অবশ্য চলতি আইপিএলে খুব একটা ভালো করতে পারছেন না এ দুই তারকা। যদিও রোহিতের চেয়ে কিছুটা ভালো করছেন কোহলি। কিন্তু এমন আহামরি কিছু নয়। অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছেন যাশাসবি জয়সওয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মাদের মতো তরুণরা। ফর্মে থাকা এইসব খেলোয়াড়দের জায়গা দিতে রোহিত-কোহলিকে কেবল ওয়ানডে ও টেস্টে রাখতে বললেন শাস্ত্রী।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, 'প্রথম যে টি-টোয়েন্টি সিরিজ়টা আসবে সেখানে এই তরুণ ক্রিকেটারদের আনুন। নির্বাচকদের উচিত এখন থেকেই ওদের তৈরি করা। রোহিত, কোহলির মতো ক্রিকেটাররা ইতিমধ্যেই পরীক্ষিত। ওরা কী করতে পারে সবাই জানে। কিন্তু আইপিএলে যারা ভালো খেলছে তাদের নেওয়ার পক্ষপাতী আমি।'
তরুণ ক্রিকেটারদের এখনই আন্তর্জাতিক অঙ্গনে এনে রোহিত-কোহলিদের টেস্ট ও ওয়ানডের জন্য তৈরি রাখা উচিত বলে মনে করেন তিনি, 'ওদের এখন থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় হওয়া উচিত। রোহিত এবং কোহলিকে এক দিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্যে তরতাজা রাখা উচিত।'
আর এখনই তাকে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন শাস্ত্রী, 'এক বছর লম্বা সময়। ক্রিকেটাররা ছন্দে থাকতেও পারে, ছন্দ হারাতেও পারে। এই মুহূর্তে যারা ভালো খেলছে তাদের আগে দলে নিন। অভিজ্ঞতা বা ফিটনেস আসবে তার পরে। কে দারুণ খেলছে, কে ধারাবাহিক, কে রান পেয়েছে, কোথায় রান পেয়েছে এগুলোও দেখতে হবে।'
'বিষয়টা এমন হওয়া উচিত যে, সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া। এমন যেন না হয়, যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৩-৪ নম্বরে খেলে, তাকে ভারত দলে হুট করে ৬ নম্বরে বা ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হলো,' যোগ করেন এ সাবেক ক্রিকেটার।
Comments