এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার সুযোগই বেশি!

Nazmul Hasan Papon

আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু দেশটিতে ভারত খেলতে যেতে রাজী না হওয়ায় অনেকদিন ধরেই চলছে টুর্নামেন্ট নিয়ে টানোপোড়েন। ভারত-পাকিস্তান দুই ক্রিকেট বোর্ড অনড় অবস্থানে থাকায় জটিলতার পুরো নিরসন হচ্ছে না। তবে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হওয়ার সুযোগ বেশি দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সেপ্টেম্বরে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ হওয়ার কথা। অংশ নেওয়া দলের দুই গ্রুপ চূড়ান্ত হলেও ভেন্যু জটিলতায় সূচি ঠিক করা যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে। সেক্ষেত্রে পাকিস্তানের খেলাগুলো হবে তাদের দেশে। ভারতের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা গরমের মধ্যে আমিরাতে গিয়ে খেলতে রাজী নয়।

বৃহস্পতিবার মিরপুরে নাজমুল জানান, এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বৃষ্টির কথা ভেবে তাতে রাজী হননি তারা। তার মতে আয়োজনের সম্ভাবনায় এগিয়ে আছে শ্রীলঙ্কা,  'এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি,  তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে।'

'আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago