ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াইয়ে কে হাসবে শেষ হাসি?

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানেই ভক্ত-সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা, রোমাঞ্চ আর উত্তাপের রসদ। ২ চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের আবেদন দুনিয়া জুড়ে। সব মহলের ক্রিকেট প্রেমীদের দৃষ্টি থাকে নামি-দামি খেলোয়াড়দের ২২ গজের ব্যাট-বলের প্রদর্শনীর দিকে। সেই ধারায় উন্মাদনা ছুঁয়ে যায় বিনোদন জগতের তারকাদেরও।

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই মানেই ভক্ত-সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা, রোমাঞ্চ আর উত্তাপের রসদ। ২ চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের আবেদন দুনিয়া জুড়ে। সব মহলের ক্রিকেট প্রেমীদের দৃষ্টি থাকে নামি-দামি খেলোয়াড়দের ২২ গজের ব্যাট-বলের প্রদর্শনীর দিকে। সেই ধারায় উন্মাদনা ছুঁয়ে যায় বিনোদন জগতের তারকাদেরও।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে দ্য ডেইলি স্টারের মুখোমুখি হন ইয়াশ রোহান। সম্প্রতি সাড়া জাগানো চলচ্চিত্র 'পরাণ'-এ নজর কেড়ে নেওয়া এই অভিনেতা জানান ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তার স্মৃতি, ভাবনা ও প্রত্যাশা।

এ নিয়েই দ্য ডেইলি স্টারের NON STRIKER'S END powered by Daraz-এর আজকের এশিয়া কাপ স্পেশাল।

Comments