চার সেঞ্চুরির পর পাঁচ শূন্যের বিব্রতকর রেকর্ড বাটলারের 

jos buttler

গত আইপিএলে জস বাটলারের ব্যাট থেকে এসেছিল চার সেঞ্চুরি। এক আসরে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেলেছিলেন। এই মৌসুমে রীতিমতো মুদ্রার উল্টো দিক দেখলেন ইংলিশ ব্যাটার। টানা তিন ম্যাচে আউট হলেন শূন্য রানে, এক মৌসুমে পাঁচবার শূন্য রানে ফিরে গড়লেন চরম বিব্রতকর এক রেকর্ড।

শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে তার দল রাজস্থান রয়্যালস শেষ ম্যাচটা জিতলেও হতাশ করেছেন বাটলার। ১৮৯ রান তাড়ায় নেমে আবারও কোন রান করার আগেই কাগিসো রাবাদার শিকার হয়েছেন তিনি। হ্যাটট্রিক ডাকের পর পাঁচটি শূন্য নিয়ে ছাড়িয়ে গেছেন নিকোলাস পুরান, এউইন মরগ্যানদের রেকর্ড।

আইপিএলের ইতিহাসে তো বটেই স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসেই এক আসরে সবচেয়ে বেশি পাঁচটি শূন্য এখন বাটলারের।

চারটি করে শূন্য আছে বেশ কজনের। মরগ্যান, পুরান ছাড়াও শিখর ধাওয়ান, মনিশ পান্ডে, মিঠুন মানহাস, হার্শেল গিবসের আছে এই বিব্রতকর পরিসংখ্যান।

গত মৌসুমে ১৭ ইনিংস খেলে  ৫৭.৫৩ গড় আর ১৪৯.০৫ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৮৬৩ রান করেছিলেন বাটলার। এবার তার ব্যাট অনেকটাই মলিন। ১৪ ইনিংস খেলে ২৮ গড়ে তিনি করেছেন ৩৯২। ১৩৯ স্ট্রাইকরেটও তার মানের সঙ্গে যাচ্ছে না।

বাটলারের পড়তি অবস্থায় রাজস্থানও নিশ্চিত করতে পারেননি প্লে অফ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর মুম্বাই ইন্ডিয়ান্স দুই দল হারলেই কেবল সুযোগ মিলতে পারে তাদের।

এক মৌসুমে সর্বোচ্চ শূন্য রানে আউট হলেও সব মিলিয়ে রেকর্ডটা বাটলারের নয়। আইপিএলে সবচেয়ে বেশি ১৬টি করে শূন্য আছে রোহিত শর্মা আর দীনেশ কার্তিকের। 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

6h ago