আফিফ-সাইফদের কাছে টি-টোয়েন্টির ব্যাটিং দেখতে চান না সিডন্স

Saif Hassan
৭১ বলে ৯৫ রানের ইনিংসের পথে সাইফ হাসান। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে কোনরকমে হার এড়িয়েছিল বাংলাদেশ 'এ' দল। সেই ম্যাচে সাইফ হাসান, আফিফ হোসেনরা নেমেছিলেন যেন টি-টোয়েন্টির মেজাজে। ব্যক্তিগত কিছু ঝলক দেখালেও লাভ হয়নি দলের। কোচ জেমি সিডন্স বললেন, চটকদার এসব অ্যাপ্রোচের বদলে ব্যাটারদের কাছ থেকে ধৈর্য আর দৃঢ়তা দেখতে চান তিনি।

প্রথম আনঅফিসিয়াল টেস্টে ক্যারিবিয়ানদের ৪২৭ রানের জবাবে ২৬৪ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ 'এ' দল। প্রথম ইনিংসে ৭১ বলে ৯৫ রানের মারকাটারি ইনিংস খেলেন সাইফ। আফিফের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৫ রান।

দ্বিতীয় ইনিংসে দুজনেই ব্যর্থ। আফিফ ৯ রান করে ফেরেন রিভার্স সুইপের নেশায়, সাইফ করেন ৬। সাদমান ইসলাম আর জাকের আলির দৃঢ়তায় শেষ পর্যন্ত কোন রকমে ড্র করে বাংলাদেশ।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে শুরু হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। তার আগের দিন অনুশীলন সেরে খেলোয়াড়দের কাছে নিজের চাওয়া জানান এই সিরিজে এ দলের দায়িত্বে থাকা কোচ সিডন্স,  'সবাই সম্প্রতি অনেক সাদা বলের ক্রিকেট খেলেছে, এজন্য এখানে নেমেও তারা অনেক বেশি শট খেলেছে। ব্যাটাররা অতিরিক্ত শট খেলেছে, বোলাররা ঠিক জায়গায় খুব বেশি বল রাখতে পারেনি। যদিও পেস বোলাররা কিছুটা ভালো করেছে। সাদা বলের ক্রিকেট খেলে মাত্র দুই দিনের অনুশীলনের পর নামা খুব কঠিন।'

সাইফ, আফিফদের ইনিংস দর্শকদের দিতে পারে বিনোদন। কিন্তু লাল বলের ক্রিকেটে এই ধরণের ইনিংসের চেয়ে ক্রিজ আঁকড়ে পড়ে থাকার দিতে মন দিতে বললেন সিডন্স, 'আমরা যদি রক্ষনটা আরেকটু ভালো করি, আরেকটু ধৈর্য দেখাতে পারি তাহলে ভালো, আমি এটা দেখতে চাই। আমি চাই না কেউ ঝড় গতির ২০-৩০ রান করুক, ক্যামিও ইনিংস দেখতে চাই না। আমরা চাই ব্যাটাররা দিনভর ব্যাট করবে, পরেরদিন আবার নামবে।'

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago