এইচপি স্কোয়াডে নাঈম আহমেদ, আরিদুল আকাশ

NAEEM AHMED
অফ স্পিনার নাঈম আহমেদ। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের পাশাপাশি একদম আনকোরা কয়েকজনকেও হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে ডাকা হয়েছে। স্কোয়াডে যেমন আছেন মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। রাখা হয়েছে আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদের মতোন সর্বোচ্চ পর্যায়ে না খেলা ক্রিকেটারদের।

এইচপির ক্যাম্প পরিচালনার জন্য মঙ্গলবারই বাংলাদেশে এসেছেন দায়িত্বপ্রাপ্ত কোচ ডেভিড হেম্প। বুধবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিশেষায়িত এই ক্যাম্প। তার আগে ২৫ জন ক্রিকেটারের নাম জানিয়েছে বিসিবি।

যুব বিশ্বকাপ জয়ী দলের তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, শাহাদাত দিপু, মাহমুদুল জয়, প্রান্তিক নওরোজ আছেন ব্যাটারদের তালিকায়। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার অমিত হাসানকেও রাখা হয়েছে সেখানে।

সাত স্পিনারের মধ্যে আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ আর নাঈম আহমেদ সাকিব একদম আনকোরা মুখ। অফ স্পিনার নাঈম অবশ্য ২০১৭ সালে স্পিনার হান্টে সেরা হয়েছিলেন। সেই স্পিনার হান্টেই ছিলেন নাঈম আহমেদ সাকিব। প্রথম বিভাগে আলো ছড়ানো বাঁহাতি স্পিনার আরিদুল আকাশকে রঙ্গনা হেরাথের একটি ক্যাম্পে এর আগে ডাকা হয়েছিল। এবার তিনি পেলেন বড় মঞ্চে পা রাখার আরও বড় সুযোগ। 

পেস আক্রমণে চেনা নামেরই ছড়াছড়ি। তবে গত জাতীয় ক্রিকেট লিগে আলো ছড়িয়ে ঠাঁই করে নিয়েছেন রংপুর বিভাগের আসাদুল্লাহ হিল গালিব।

২৪ থেকে ৩১ মে পর্যন্ত এইচপি ক্যাম্প চলবে মিরপুরে। ১ থেকে ৮ জুন রাজশাহী ও ৯ থেকে ২৬ জুন বগুড়ায় এই ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এইচপি স্কোয়াড:

ব্যাটার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেইন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাঈম আহমেদ সাকিব।

পেস বোলার:  নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লাহ হিল গালিব।

উইকেটকিপার: আকবর আলি, প্রীতম কুমার।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago