বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনাল তিন ম্যাচের হলে খুব ভালো হয়, মত রোহিতেরও

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ডেভিড ওয়ার্নার মত দিয়েছিলেন, এই প্রতিযোগিতা ফাইনাল হওয়া উচিত তিন ম্যাচের। ফাইনাল হেরে একই উপলব্ধি হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। তবে ঠাসা সূচির কারণে সেটা সম্ভব হবে কিনা, সেই প্রশ্নও রেখেছেন তিনি। 

রোববার ওভালে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার ম্যাচের পঞ্চম দিনে আগের দিনের ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে মাত্র আড়াই ঘন্টা টিকতে পেরেছে দলটি। শেষ সাতটি উইকেট হারিয়েছে তারা মাত্র ৫৫ রানের ব্যবধানে। এর আগে গেল আসরের ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হেরে হতাশা সঙ্গী হয়েছিল ভারতের। 

অজিদের কাছে হারের পর ভারত অধিনায়ককে তিন ম্যাচের ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর পক্ষেই মত দেন, তবে তুলে ধরেন ব্যস্ত সূচির বাস্তবতাও, 'আমি এটা পছন্দ করব (তিন ম্যাচের ফাইনাল)। কিন্তু এটার জন্য কি যথেষ্ট সময় আছে কি? এটাই হলো প্রশ্ন। কিন্তু সত্যি কথা যদি বলেন, এরকম ইভেন্টে দুই দলেরই সমান সুযোগ থাকা উচিত।'

'তিন ম্যাচের সিরিজ হলে খুব ভালো হয়। কিন্তু একটা উইন্ডো পাওয়ার বিষয় আছে যেখানে এটা ফিট করা যাবে। কিন্তু এটা হলে ভালো হবে। এরকম ইভেন্টে আপনি দুই বছর পরিশ্রম করলেন কিন্তু একটাই সুযোগ পেলেন। টেস্ট ক্রিকেটে মোমেন্টাম পাওয়ার একটা ব্যাপার থাকে। টেস্ট ক্রিকেট হচ্ছে ছন্দের উপর, মোমেন্টাম পাওয়ার উপর নির্ভর করে। হ্যাঁ, আমার মনে হয় পরের চক্রে, যদি সম্ভব হয় এটা (তিন ম্যাচের ফাইনাল) আদর্শ হতে পারে।' 

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচ কেন ১৬ ম্যাচের হলেও আপত্তি নেই অজি অধিনায়ক প্যাট কামিন্সের। তবে অলিম্পিকের উদাহরণ টেনে ফাইনাল ম্যাচ কেমন হয় তাও মনে করিয়ে দিলেন তিনি, 'আমরা এরমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছি। টেস্ট চ্যাম্পিয়নশিরপের ফাইনাল শুধু তিন ম্যাচের সিরিজ নয়, ১৬ ম্যাচের সিরিজও হতে পারে। অলিম্পিকে কিন্তু খেলোয়াড়রা পদক জেতার জন্য একবারই সুযোগ পায়।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সব টানা চারটি বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। ২০১৭, ২০১৯, ২০২১ সালের পর চলতি বছরেও জয় পায় তারা। অথচ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে তাদের কাছে হারত হলো তাদের। সিরিজে একটি হারের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। এমনটা চ্যাম্পিয়নশিপের ফাইনালেও চান ভারতীয় অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

1h ago