স্লো ওভাররেটের কড়া শাস্তি পেল ভারত-অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেল অস্ট্রেলিয়া, ভারত দুই দলই। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ম্যাচ ফির ৮০ শতাংশ আর রানার্সআপ ভারতকে ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। এছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন ভারতের ওপেনার শুভমান গিলও।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে এসব শাস্তির খবর জানায়। দ্বিতীয় ইনিংসে টিভি আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে অখুশি হয়ে প্রতিক্রিয়া দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনছেন গিল।
আইসিসি বলছে, ভারত নির্ধারিত সময়ের থেকে পাঁচ ওভার ও অস্ট্রেলিয়া চার ওভার পিছিয়ে ছিল। ভারত অধিনায়ক রোহিত শর্মা আর অজি কাপ্তান প্যাট কামিন্স তাদের উপর আনা অভিযোগ মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
চতুর্থ দিনে রান তাড়ায় খেলতে থাকা গিলের আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। স্কট বোল্যান্ডের বলে গালিতে ক্যামেরন গ্রিন তার ক্যাচ পরিষ্কারভাবে নিয়েছিলেন কিনা তা নিয়ে দেখা দে সংশয়। মাঠের আম্পায়ার শরণাপন্ন হন টিভি আম্পায়ারের সঙ্গে। রিপ্লেতে দেখা যায় বলের নিচে গ্রিনের দুই আঙুল আছে, কিন্তু বলের কোন অংশ মাটিতে লেগেছে কিনা তা বোঝা যায়নি। আম্পায়ার আউটই ঘোষণা দেন তাকে।
বেরিয়ে যাওয়ার সময় হতাশা প্রকাশ করার পর 'জুম' করে দেখার ইমো দিয়ে ক্যাচের ছবি টুইট করেন গিল। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এভাবে সমালোচনা করা তাকে দেওয়া হয়েছে শাস্তি। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তরুণ ওপেনার।
Comments