‘দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভাবনাই বেশি’

Mushfik Hasan, Shoruful Islam, Khaled Ahmed
অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশের পেসাররা। ছবি: ফিরোজ আহমেদ/ স্টার

টেস্টের দুদিন আগেও মিরপুরের উইকেট আর মাঠ আলাদা করা ছিল মুশকিল। ম্যাচের আগে ঘাস আরও কাটা হলেও সবুজের আভা থাকা প্রায় নিশ্চিত। মেঘলা আবহাওয়া আর সবুজ উইকেট মিলিয়ে একাদশেও পেসারদের প্রধান্য দেখছেন অধিনায়ক লিটন দাস।

আফগানিস্তানের স্পিন আক্রমণ শক্তিশালী বলে এবার পেস বান্ধব উইকেটেই খেলার পরিকল্পনা বাংলাদেশে। স্কোয়াডেও দেখা গেছে তার ছাপ। পাঁচ পেসারের সঙ্গে নেওয়া হয়েছে কেবল দুই স্পিনার।

সোমবার প্রবল বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করতে হয় বাংলাদেশ দলকে। অনুশীলন না থাকলেও সংবাদ সম্মেলন করতে মাঠে এসেছিলেন এই টেস্টের অধিনায়ক লিটন।

জানালেন এবার চেনা মাঠে একটু ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নিজেদের বাজিয়ে দেখতে চলেছেন তারা,  'মিরপুরে যখন খেলা হয় তখন স্পিন উইকেটেই খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই যে ঘাসের উইকেটে কীভাবে খেলি। এটাই দেখার বিষয় আমরা কীভাবে এখানে টিকে থেকে বড় স্কোর করতে পারি। এরকম দলের সঙ্গে এমন উইকেটে খেলতে চাইবেন স্বাভাবিক।'

mirpur wicket

ব্যাটারদের চ্যালেঞ্জ নেওয়ার পাশাপাশি নিজেদের পেস আক্রমণ দিয়ে প্রতিপক্ষকেও কঠিন সমস্যায় ফেলতে চায় বাংলাদেশ। একাদশে অন্তত তিন পেসার খেলানোর ঘোষণা দিয়েই রাখলেন বাংলাদেশ অধিনায়ক,  'আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।'

লিটনের কথায় একাদশের সমন্বয়ও অনেকটা পরিষ্কার। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার আর ছয় ব্যাটার নিয়ে খেলার ইঙ্গিতও দিয়েছেন তিনি,  'দেখেন এটা নির্ভর করে আপনি কোন উইকেটে খেলতে চাইছেন। যদি ইভেন উইকেটে খেলেন তাহলে আপনার পাঁচটা বোলার লাগবেই। আমি সব সময় ইভেন উইকেটে পাঁচটা বোলার প্রেফার করি।'

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

33m ago