খেলা দেখাতে নিজস্ব টিভি চ্যানেল চালু করবে বিসিবি
বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ দেখার বেলায় প্রায়ই বিপাকে পড়েন দেশের দর্শকরা। সর্বশেষ ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ড সিরিজের খেলাও দেখায়নি দেশের কোন টিভি চ্যানেল। পরে নিজেদের ইউটিউবে খেলা দেখানোর ব্যবস্থা করে বিসিবি। এই সমস্যা থেকে স্থায়ী মুক্তির জন্য নিজস্ব একটি টিভি চ্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
আবেদন করলে চ্যানেল চালুর অনুমোদনও পেয়ে যাবেন বলে অনেকটা নিশ্চিত বিসিবি প্রধান, 'সবশেষ আয়ারল্যান্ড সিরিজ কিন্তু আমরা টিভিতে দেখতে পাইনি। কেউ দেখায়নি। তাই আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব।'
বিসিবি টিভি চালু হলে কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটের সব ধরণের খেলাও সরাসরি নিয়মিত সম্প্রচার করা হবে, 'বিসিবি টিভির অনুমোদন পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।'
টিভি চ্যানেল চালুর আরেকটি কারণ তুলে ধরেন নাজমুল। সর্বশেষ বিপিএলে সম্প্রচার সত্ত্ব পেতে দেশের চ্যানেলগুলো থেকে মেলেনি প্রত্যাশিত সাড়া। পরে নামমাত্র মূল্যে একটি চ্যানেলকে দেওয়া হয় সম্প্রচারের সত্ত্ব।
বাংলাদেশের ক্রিকেট দেখানো না হলেও দেশি চ্যানেলে বিদেশি লিগগুলো নিয়মিত সম্প্রচার হয়ে আসছে, সেদিকে ইঙ্গিত করেও এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বোর্ড প্রধান, 'আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।'
'এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা; ওই সমস্ত (ফ্র্যাঞ্চাইজি) লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না।'
Comments