লিটনের সাফল্যে নিজের কৃতিত্বও দেখেন হাথুরুসিংহে

Chandika Hathurusingha & Litton Das
অধিনায়ক লিটন দাসের সঙ্গে হয়ত কৌশল নিয়েই আলাপ করছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে আট বছর আগে লিটন দাসকে দলে নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে অভিষেকেই দ্যুতি ছড়িয়ে উজ্জ্বল আগামীর আভাস দেন লিটনও। তবে এরপরই চরম হতাশার সময় কেটেছে তার, তবে আস্থা হারাননি হাথুরুসিংহে। সেই আস্থা রাখার ফল যে মধুর লিটনের সাফল্যময় ছুটে চলায় তা মনে করিয়ে দিলেন তিনি। 

২০১৫ সালে ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে লিটনের। ভালো শুরুর পর ধারাবাহিকতার ঘাটতিতে ভুগতে থাকেন তিনি। এক সময় কোচের পদ থেকে বিদায় নেন হাথুরুসিংহে। লিটনও পায়ের নিচের মাটি খুঁজে পাচ্ছিলেন না।

মেঘ কেটে রোদের দেখা পেতে অবশ্য দেরি হয়নি। লিটন নিজেকে ফিরে পেয়ে ফের আলো ছড়াতে থাকেন। হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে এসে দেখেন লিটনই দলের সেরা পারফর্মার। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর পুরো বিশ্বের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফেলেন তিনি।  

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লিটনই অধিনায়ক। ধারাবাহিক পারফরম্যান্স দিয়েই তিনি এই জায়গা অর্জন করে নিয়েছেন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিটন প্রসঙ্গ আসতেই বেশ আত্মতৃপ্তি দেখালেন হাথুরুসিংহে,  'আমরা তাকে বাংলাদেশের তুমুল সম্ভাবনাময় হিসেবে পেয়েছিলাম সেই অল্প বয়সে। এজন্য তার ব্যাপারে আমরা স্থির ছিলাম। এখন দেখছেন সুফল।'

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে মূল স্কোয়াডের বাইরে থেকে নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেনকে নিয়ে গিয়েছিলেন হাথুরুসিংহে। সেই সফরে অনেকের চোটে নাটকীয়ভাবে টেস্ট অভিষেকও হয়ে যায় শান্তর। শান্ত, ইবাদতরা এখন দলের নিয়মিত পারফরমার। প্রতিভা খুঁজে পাওয়া ও সিদ্ধান্তে অটুট থাকার ব্যাপার তুলে ধরে এই ফল পাওয়ার নিজের কৃতিত্ব দেখছেন তিনি,  'শুধু কেবল সেই না, আপনি যদি অন্য খেলোয়াড়ও দেখেন। আমার মনে হয়েছে ২০১৭ সালে আমরা যখন নিউজিল্যান্ড সফর করলাম। আমি দুজন বাড়তি খেলোয়াড় নিয়ে গিয়েছিলাম। ইবাদত (হোসেন) ও  (নাজমুল হোসেন) শান্ত। এখন দেখছেন তাদের সুফল। এখন তারা দলে নেতার ভূমিকায় আছে। কাজেই এভাবেই আমরা খেলোয়াড় তৈরি করছে।'

'এক দুই ম্যাচে পারফর্ম না করলে ছুঁড়ে ফেলা নয়। আপনি যদি প্রতিভা খুঁজে পান তাহলে স্থির থাকতে হবে। সম্ভাবনা থেকে ফল পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

গত বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে তামিম ইকবালের চোটে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করে লিটন। সেই সিরিজও জিতে যায় বাংলাদেশ। এবার হাথুরুসিংহে কোচ থাকাকালীন টেস্ট অধিনায়কত্বের অভিষেকও হচ্ছে লিটনের। শিষ্যকে নেতৃত্ব ও নিজের ব্যাটিংকে আলাদাভাবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি,  'অধিনায়ক কেবল তার যা করার সেটাই মাঠে করে। ব্যাটিংয়ের সময় কিছু না। আমি সব সময় আমার অধিনায়কদের বলি, তুমি দলের সেরা ব্যাটার। যখন তুমি অন্য দশজনের সঙ্গে থাক তখন তুমি অধিনায়ক। কাজেই এইটা (ভূমিকা( ভাগ করার বিষয় আছে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago