টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
উইকেটে থাকা আগের দিনের ঘাস ম্যাচের দিনও বহাল। সকাল থেকে উঁকি দিল মেঘও। সবুজ গালিচায় মেঘলা আকাশে পেসারদের আদর্শ কন্ডিশনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই টেস্ট দিয়ে বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। তবে প্রথম টস ভাগ্যটা তার পক্ষে এলো না।
অধিনায়ক লিটন দাস ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, অন্তত তিন পেসার খেলানোর কথা, সেটাই বাস্তব হয়েছে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেনের সঙ্গে একাদশে আছেন শরিফুল ইসলাম। তামিম ইকবাল না থাকায় ইনিংস ওপেন করবেন মাহমুদল হাসান জয় ও জাকির হাসান।
অনুমিতভাবেই বাংলাদেশের একাদশে রাখা হয়েছে পাঁচজন বিশেষজ্ঞ বোলার। এরমধ্যে মেহেদী হাসান মিরাজ থাকবে অলরাউন্ডার ভূমিকায়। ব্যাটিং ও বোলিং মিলিয়ে একাদশে ভারসাম্য জুতসই।
আফগানিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার করিম জানাত ও পেসার নিজাতুল্লাহ মাসুদের। করিম টি-টোয়েন্টির নিয়মিত খেলোয়াড় হিসেবে পরিচিত নাম। সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেনীর ক্রিকেটে আলো ছড়িয়ে টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন তিনি। ২৪ পেরুনো ডানহাতি নিজাত মাসুদ এর আগে তিনটি টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে প্রথমবার পেলেন সুযোগ।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, হামজা হোটাক, জাহির খান, নিজাতুল্লাহ মাসুদ, ইয়ামিন আহমেদজাই।
Comments