এক টেস্টে জোড়া সেঞ্চুরিতে মুমিনুলের পাশে শান্ত

ছবি: ফিরোজ আহমেদ

হাশমতউল্লাহ শহিদির বল স্কয়ার লেগে ঠেলে দিয়েই দৌড় দিলেন নাজমুল হোসেন শান্ত। সিঙ্গেল পূর্ণ করে উল্লাসে ভাসলেন হাওয়ায়। এরপর উদযাপন করলেন ট্রেডমার্ক কায়দায়। ড্রেসিং রুমের দিকে ব্যাট তাক করে দিলেন ছুঁড়ে দিলেন চুমু। এক টেস্টে জোড়া সেঞ্চুরিতে মুমিনুল হকের পাশে বসলেন তিনি।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন ছন্দে থাকা শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই শতরানের কীর্তি গড়লেন তিনি। তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছাতে তার লাগে মাত্র ১১৫ বল। শান্তর ওয়ানডে ঘরানার ইনিংসে চার ১৩টি। আগের দিনের ৬৪ বলে অপরাজিত ৫৪ রান নিয়ে খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১৭৫ বলে ১৪৬ রান।

এর আগে একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ছিল কেবল মুমিনুলের। ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওই কীর্তি গড়েন তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে করেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে সাবেক টেস্ট অধিনায়কের ব্যাট থেকে আসে ১০৫ রান। পাঁচ বছর পর মুমিনুলের সঙ্গী হলেন শান্ত।

ক্যারিয়ারের ২৩তম টেস্টে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি শান্ত। আফগান বোলারদের সামলে অনায়াসে তিনি রান তুলে যাচ্ছেন। তার আগের সেঞ্চুরিগুলো এসেছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে। দুটি সেঞ্চুরিই তিনি করেছিলেন ২০২১ সালে। এছাড়া, তিনটি হাফসেঞ্চুরিও আছে তার নামের পাশে।

স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারের প্রথম বলে সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। চমকপ্রদ ব্যাপার হলো, তিনি যখন মুমিনুলের কীর্তিতে ভাগ বসান, তখন ক্রিজে তার সঙ্গী খোদ মুমিনুলই! ওই ওভারেই বাংলাদেশের লিড স্পর্শ করে সাড়ে চারশ। ফলে সফরকারীদের জয়ের জন্য বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে আছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

দ্বিতীয় দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ নির্বিঘ্নেই প্রথম ঘণ্টা পার করার পথে ছিল। আফগানিস্তানের পেসার ও স্পিনাররা পারছিলেন না শান্ত ও জাকির হাসানকে বিপাকে ফেলতে। তবে ইনিংসের ৩৫তম ওভারে গড়বড় হয়ে যায়। হাশমতউল্লাহর বলে তিন রান নেওয়ার চেষ্টায় রানআউট হন জাকির। সেঞ্চুরির সুবাস জাগিয়ে তিনি ফেরেন ৯৫ বলে ৮ চারে ৭১ রানে। এতে ভাঙে শান্তর সঙ্গে তার ১৯৯ বলে ১৭৩ রানের জুটি।

এই প্রতিবেদন লেখার সময়, বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১৪ রান। শান্ত খেলছেন ১১৫ বলে ১০০ রানে। মুমিনুল ক্রিজে আছেন ২২ বলে ১৫ রানে। তার বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে রিভিউ নিয়েছিল আফগানিস্তান। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁহাতি স্পিনার জহির খানের বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago