বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

তিন ম্যাচেই পেস আক্রমণে দেখা যাবে ভিন্ন ভিন্ন সমন্বয়

Mustafizur Rahman, Hasan Mahmud, Ebadot Hossain, Shoriful Islam
ছবি: ফিরোজ আহমেদ

শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, হাসান মাহমুদ আর মোস্তাফিজুর রহমানকে দেখা গেল মাঝের উইকেটে। শতভাগ ছন্দ নিয়ে বল করলেন তারা। তাদের থেকে সরে একটু আলাদা করে অনুশীলন সারলেন তাসকিন আহমেদ, কিছুটা সতর্ক পথে ছিল তার প্রস্তুতি। অনেকটা সময় নিয়ে কথা বললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। প্রথম ম্যাচ পেস আক্রমণ কাদের দেখা যাবে তা নিয়ে কিছুটা কৌতূহল থাকছে। অধিনায়ক তামিম ইকবালও জানালেন, প্রতিটি ম্যাচেই ভিন্ন কিছু করতে চাইবেন তারা।

গত বছরও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ঘাসের উইকেটে খেলেছিল বাংলাদেশ। যেখানে আধিপত্য দেখা যায় দুই দলের পেসারদের। এবারও তেমন কিছুর আভাস।

মঙ্গলবার সিরিজ শুরুর আগের দিনও উইকেটে দেখা গেল বেশ খানিকটা ঘাস। ম্যাচের শুরুর দিকে তাই পেসারদের মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে।

স্কোয়াডে থাকা পাঁচ পেসারের মধ্যে প্রতি ম্যাচেই অন্তত তিনজনের খেলা নিশ্চিত। তামিমের কথা স্পষ্ট ইঙ্গিত, সব পেসারকেই খেলানো হবে ঘুরিয়ে ফিরিয়ে,  'পেস বোলিং বিভাগে একটু বদল দেখতে পারেন। এখানে সবাই ভাল করছে। এ বিভাগে ভিন্ন ম্যাচ পরিকল্পনায় আমরা ভিন্ন কম্বিনেশন খেলাতে পারি। এটা নির্ভর করছে কালকের পিচ কন্ডিশন কেমন হয় সেটা শেষ মুহূর্তে দেখার ওপর। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি পেস অ্যাটাকে ভিন্ন কম্বিনেশন দেখবেন তিন ম্যাচে।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago