বাংলাদেশ দলে ফিরলেন সালমা

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমা খাতুনকে নিয়ে দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় নারী টি-টোয়েন্টি সংস্করণের দলে ফিরলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। ভারতের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের জন্য অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাহানারা আলম ও রুমানা আহমেদকে বাদ দিয়ে আগেই ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। সেই সদস্যদের মধ্যে ১৬ জন ডাকা হয়েছে চূড়ান্ত স্কোয়াডে। বাকি চারজনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন ফারজানা হক পিংকি, জাহানারা আলম, লতা মণ্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণা। এরমধ্যে জাহানারা ছাড়া বাকি তিন রয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। সালমা ছাড়া দলে ফিরেছেন দিলারা আক্তার, সাথি রানী ও মারুফা আক্তার। 

ভারতের বিপক্ষে আগামী ৯ জুলাই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ১১ ও ১৩ জুলাই হবে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারত সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথি রানী, শামিমা সুলতানা, সোবহানা মুস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন।

স্ট্যান্ড বাই: ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, শারমিন আক্তার সুপ্তা ও ফারিহা ইসলাম তৃষ্ণা। 

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago