তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি

Rony Talukdar
চট্টগ্রামে অনুশীলনে রনি তালুকদার। ছবি: ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম ইকবালের জায়গায় রনি তালুকদারকে দলে নিয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে স্কোয়াডে যুক্ত হচ্ছেন তিনি।

১৫ জনের স্কোয়াডে অধিনায়ক ছিলেন তামিম। কিন্তু নানা ঘটনাপ্রবাহে প্রথম ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেটকে হুট করে বিদায় বলে দেন তামিম।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তামিম নিজেকে সরিয়ে নেওয়ায় রনিকে স্কোয়াডে নিয়েছেন তারা। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা রনি অবশ্য দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে ওয়ানডে অভিষেক হয় রনির। অভিষেক ম্যাচে ৪ রান করে আউট হওয়ার পর বাদ পড়ে যান তিনি। 

৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষের কাছে ডিএলএস মেথডে বাংলাদেশ হেরে যায় ১৭ রানে।

তামিমের জায়গায় রনিকে দলে নেওয়া হলেও অধিনায়কত্ব কে করবেন, তা জানায়নি বিসিবি। আজ রাতে বোর্ড সভার পর আসতে পারে নতুন অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

11h ago