তামিম বাংলাদেশের হয়ে আর খেলবেন না, বিশ্বাস হচ্ছে না লিটনদের 

আগের রাতে বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালের সঙ্গে মাঠে ছিলেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা। তখনো সতীর্থরা টের পাননি বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের অধিনায়ক
Litton Das & Tamim Iqbal

আগের রাতে বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালের সঙ্গে মাঠে ছিলেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা। তখনো সতীর্থরা টের পাননি বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের অধিনায়ক। তামিমের হুট করে এমন অবসর তাই হজম হচ্ছে না তাদের। তবে তামিম যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তার প্রতি শুভকামনাও জানিয়েছেন তারা। 

বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বদলে যায় প্রেক্ষাপট। মধ্যরাতে সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলন করার বার্তা পাঠান তামিম। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে তামিমের সংবাদ সম্মেলনের খবর ছড়িয়ে পড়লে বিসিবিও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সকালে হোটেল ছেড়ে শহরে নিজ বাড়িতে চলে যান তামিম। পরে দুপুরে এক হোটেলে গণমাধ্যমে হাজির হয়ে দেন অবসরের ঘোষণা। 

সতীর্থরাও গণমাধ্যম থেকেই খবরটা পেয়েছেন। বিস্মিত লিটনরা পরে নিজেদের সোশ্যাল প্লাটফর্মে দিয়েছেন প্রতিক্রিয়া 

লিটন দাস 

'আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি আছে। বিশ্বাস করতে পারছিন না আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না, আপনাকে অনেক মিস করব ভাই। আপনার আগামী জীবনের জন্য শুভ কামনা।' 

মেহেদী হাসান মিরাজ 

'১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান নিয়ে বাংলাদেশের জন্য কিংবদন্তি। আপনার কাছ থেকে আমি খেলা ও জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। তামিম ভাই, আপনার সমর্থন, বিশ্বাস ও উৎসাহের জন্য আমি কৃতজ্ঞ। আপনি দারুণ একজন স্পোর্টসম্যান। খেলোয়াড়, ভক্ত, এমনকি খেলাটাও আপনাকে মিস করবে তামিম ভাই।' 

তাসকিন আহমেদ 

'আপনার সঙ্গে মাঠে ও মাঠের বাইরে অনেক স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আমাকে সমর্থন দেওয়ায় আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাকে মিস করব তামিম ভাই।'

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

42m ago