সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম-ইবাদত

Toss
ছবি: ফিরোজ আহমেদ

সিরিজ বাঁচানোর ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তামিম ইকবাল না থাকায় একাদশে একটা বদল অবধারিত ছিল। বদল এসেছে দুটি।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সমন্বয় অবশ্য একই রকম। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। তামিমের জায়গায় লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নামবেন নাঈম শেখ। পেস আক্রমণে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল। সেই জায়গা থেকেই তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে রাখা হচ্ছে ইবাদত হোসেনকে। 

আফগানিস্তান অবশ্য একাদশে কোন বদল আনেনি। প্রথম ম্যাচের জয়ী একাদশ নিয়েই সিরিজ জেতার মিশনে নেমেছে তারা। গত বুধবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ১৭ রানে হারায় আফগানিস্তান। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কখনো সিরিজ জিততে না পারা রশিদ খানদের সামনে ইতিহাসের হাতছানি। 

বাংলাদেশ দল অবশ্য নানান ঘটনায় আছে কিছুটা চাপে। প্রথম ম্যাচে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই তামিম ইকবাল খেলার পরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন। পরে আরও নাটকীয়ভাবে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসরের সিদ্ধান্ত বদল করে ফেলেন। 

মাঠের বাইরের এসব বিতর্কে আড়ালে পড়ে যায় সিরিজের উত্তাপ। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন যদিও জানান তাদের সব মনযোগ আছে মাঠের ক্রিকেটে। প্রথম ম্যাচে করা ভুল শুধরে এই ম্যাচে জিতে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম। 

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago