চোট পেয়ে মাঠ ছাড়া ইবাদত পর্যবেক্ষণে

Ebadot Hossain
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় চোট পেয়ে বেরিয়ে যান ইবাদত। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিজের স্পেলের শেষ ওভার বল করছিলেন ইবাদত হোসেন। দশম ওভারে ২ বল করার পর পা হড়কে পড়ে যান তিনি। পরে বোলিং অসমাপ্ত  রেখেই মাঠ ছাড়তে হয় তাকে।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী জানিয়েছেন, ইবাদতের বাম পায়ের পেশিতে টান লেগেছে। তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার চোটের অবস্থা বিশেষ গুরতর নয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে এলোমেলো ছিলেন ইবাদত। পরে রহমান শাহকে আউট করে একটি উইকেট পান তিনি। চোট পেয়ে বেরিয়ে যাওয়ার সময় তার বোলিং ফিগার ৯.২-০-৬১-১।

এদিন টস জিতে আফগানদের আগে ব্যাট করতে পাঠিয়ে হতাশার শুরু হয় বাংলাদেশের। আফগানিস্তানের দুই ওপেনারই করেন সেঞ্চুরি। তাদের রেকর্ড ২৫৬ রানের জুটির পর অবশ্য ম্যাচে ফেরে বাংলাদেশ। যদিও ৫০ ওভারে ৩৩১ রানের বড় জুটি করেছে আফগানিস্তান।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago