সব খেলাকেই টি-টোয়েন্টি ভাবেন গুরবাজ
আফগানিস্তান ক্রিকেটের ব্র্যান্ডই দাঁড়িয়েছে টি-টোয়েন্টি ঘিরে। কুড়ি ওভারের ক্রিকেটের এক ঝাঁক মাননসই ক্রিকেটার ছাপ রাখছেন বিশ্ব ক্রিকেটে। রাহমানুল্লাহ গুরবাজ তাদের অন্যতম। আগ্রাসী এই ব্যাটার দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশকে সিরিজ হারিয়ে দেওয়ার নায়ক। কোচ জনাথন ট্রট মুগ্ধ গুরবাজের খেলার ধরণে। তবে মুশকিল হলো বেশি মারতে গিয়ে এই ডানহাতি মাঝে মাঝে ওয়ানডে ম্যাচকেও টি-টোয়েন্টি ভেবে বসেন।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আটবার বল গ্যালারিতে পাঠিয়েছেন গুরবাজ। বাউন্ডারি মেরেছেন ১৩টি। ১২৫ বলে তার ১৪৫ রানের ইনিংস আফগানিস্তানকে নিয়ে যায় বিশাল পুঁজিতে। যা টপকানোর সাধ্য ছিল না বাংলাদেশের।
এদিন আফগান ব্যাটারকে স্কয়ার কাট, পুল, ড্রাইভ, স্পিনারদের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়ানো। পেসারদের বলে শুয়ে স্কুপ। সবই খেলতে দেখা যায়। মাঠের চারপাশকে বানান স্কোরিং জোন। গুরবাজে তাই মুগ্ধ ট্রট, 'সে মাঠের সবদিক থেকে রান বের করতে পারে। মাঝে মাঝে সে তাড়াহুড়ো করে ভাবে যে প্রতিটা খেলাই টি-টোয়েন্টি। গুরবাজ যত বেশি সময় ব্যাট করে, আমাদের জেতার সম্ভাবনাও তত বেড়ে যায়।'
টস হেরে এদিন ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে রেকর্ড ২৫৬ রান। ট্রট জানান এই উইকেটে টস জিতলেও ব্যাটিংই নিতেন তারা, 'আমি অবশ্যই খুব খুশি যে যেভাবে চলছে। বিশেষ করে যেসব শট তারা খেলেছে। উইকেটটা এরকম ছিল যেখানে ভাল বল করলে আপনি চাপ তৈরি করতে পারবেন। কিছুটা বাউন্সের ভিন্নতা ছিল। আমরা টস জিতলে ব্যাটই করতাম, কারণ আবহাওয়া ভালো ছিল। আগের ম্যাচের মত এত ঘাস ছিল না।'
'আমার মনে হয় গুরবাজ যেভাবে আগ্রাসী ধরণে খেলেছে, ইব্রাহিম অন্য দিক থেকে প্রান্ত ধরে রেখেছে গুরবাজের ভাবতে হয়নি অন্য পাশে নতুন ব্যাটার আসা নিয়ে।'
Comments