বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে ঈদের ছুটিও কাটায়নি আফগানরা

Afganistan Cricker Team
ছবি: ফিরোজ আহমেদ

ঈদের আগে বাংলাদেশে এসে একমাত্র টেস্টে চরম বিব্রতকর অবস্থায় পড়েছিল আফগানিস্তান দল। বাংলাদেশের কাছে তারা হেরেছিল রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে। ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের ছুটিতে থাকলেও আফগানিস্তান দল আবুধাবিতে গিয়ে নিতে থাকে প্রস্তুতি, ওয়ানডেতে ভালো করতে ঈদের ছুটিতেও স্বজনদের কাছে যাননি ক্রিকেটাররা।

শনিবার বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তান। এর আগে প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে তারা জিতেছিল ১৭ রানে। এক ম্যাচ আগেই তাই জেতা হয়ে গেছে ওয়ানডে সিরিজ। বাংলাদেশকে এর আগে টি-টোয়েন্টি সিরিজে হারালেও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হারাতে পারে প্রথমবার।

Fazal Haq Faruki
ছবি: স্টার

বাংলাদেশের কাছে টেস্টে বিশাল হার, তার আগে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারে কিছুটা কোণঠাসা অবস্থা ছিল আফগানিস্তানের। অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি ম্যাচ শেষে জানান, ঘুরে দাঁড়াতে মরিয়া পুরো দল এবার ঈদের আনন্দ বিসর্জন দিয়েছিল, যার পুরস্কারই মিলেছে,  'আমরা খুবই খুশি, সিরিজটি জিততে পেরেছি। পুরো দল দারুণ পারফর্ম করেছে।'

'আমাদের বোলাররা সর্বশেষ সিরিজে ভালো করেনি, ঠিক জায়গায় বল ফেলতে পারেনি। তবে এই সিরিজের জন্য আমরা ঈদের আনন্দ বিসর্জন দিয়েছিলাম। গত ১৪ দিন আবুধাবিতে কঠোর পরিশ্রম করেছি। আগের সিরিজে যে জিনিসগুলো ভালো করতে পারেনি এবার সেসব নিয়ে কাজ করেছি, তার ফলই মিলেছে।'

টস হেরে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনারই ম্যাচ থেকে ছিটকে দিতে থাকেন বাংলাদেশকে। তাদের রেকর্ড ২৫৬ রানের জুটির পর ৩৩১ রান করে সফরকারীরা। তবে এত রান করলেও উইকেট পুরো ব্যাটিং স্বর্গ ছিল না বলে মত আফগান অধিনায়কের,

'উইকেট আসলে এত সহজ ছিল না। ওপেনাররা দারুণ শুরু এনে দিয়েছিল, অসাধারণ খেলেছে দুজন। ওপেনিং জুটি ভাঙার পর নতুন ব্যাটারের জন্য কাজ সহজ ছিল না। দ্রুত কয়েকটি উইকেট আমাদের চাপে ফেলে দেয়। তবু আমরা ভালো স্কোর পেয়ে যাই।'

বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারানোর পর স্বপ্নের পরিধি পড়ে হচ্ছে আফগানদের। আসছে এশিয়া কাপ ও বিশ্বকাপে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো ফল করার আশা তাদের,  'গত দুই বছর ধরে দলটি তৈরি হচ্ছে। কাজ চলছে এখনো। প্রতি সিরিজেই উন্নতি হচ্ছে। আমরা ফল পাচ্ছি। ইনশাল্লাহ এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলের উপর এবার বিশ্বাস অনেক।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago