গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের বোলিং ঝলক, প্রথম ম্যাচে ব্যর্থ লিটন

Shakib Al Hasan & Litton Das

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দুই তারকা মুখোমুখি হয়েছিলেন একে অন্যের। তাতে জিতলেন সাকিব আল হাসান। লিটন দাসের উইকেটসহ তিন উইকেট শিকার করেছেন তিনি।

শুক্রবার রাতে কানাডার ব্রাম্পটনে লিটনের সারি জাগুয়ার্সকে ৫ উইকেটে হারায় সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স। দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

প্রথম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটকে ফাইন লেগ দিয়ে দারুণ ছক্কায় ইনিংস শুরু করা লিটন টানতে পারেননি। পঞ্চম ওভারে সাকিব আসতেই তাকে উইকেট দেন বাংলাদেশের তারকা। ১১ বলে লিটন করেন মাত্র ৯ রান।

লিটনের আগেই অবশ্য আউট হয়ে গিয়েছিলেন তার সঙ্গে ওপেন করতে নামা আলেক্স হেলস। সাকিব নিজের তৃতীয় ওভারে ফেরান প্রগাত সিংকে। ১৫তম ওভারে বোলিং কোটা পূরণ করতে এসেও আরেক উইকেট নেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

শেষ পর্যন্ত অধিনায়ক ইফতেখার আহমেদের ৪৪ বলে অপরাজিত ৪০ রানে ১৩৬ রানের পুঁজি পায় জাগুয়ার্স।

রান তাড়ায় সম্মিলিত প্রয়াসে এই পুঁজি টপকে যায় মন্ট্রিয়ল। দলের জয়ে ২২ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নেপালের দিপেন্দ্র সিং।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago