ফারজানার রেকর্ডময় সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে  ২২৩ রান করেছে বাংলাদেশ।   ১৬০ বল খেলে দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন ফারজানা।
Fargana Hoque Pinky
সেঞ্চুরির পর ফারজানা হক পিংকি। ছবি: ফিরোজ আহমেদ

ওপেন করতে নেমে পুরো ইনিংস টেনে নিলেন ফারজানা হক পিংকি। ওয়ানডেতে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছাড়িয়ে দেশের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের নারী দল পেল প্রথম সেঞ্চুরিয়ান। তার রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ নির্ধারনী ম্যাচে  চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ দল।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে  ২২৫ রান করেছে বাংলাদেশ।   ১৬০ বল খেলে ৭ বাউন্ডারিতে দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন ফারজানা।

মেয়েদের ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল দুজনের। ৭৫ রান করে করেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন। ফারজানার আগের সর্বোচ্চ ছিল ৭১। সব ছাপিয়ে এদিন নিজেকে নতুন চূড়ায় তুলেছেন ডানহাতি ব্যাটার। 

Fargana Hoque Pinky
ছবি: স্টার

সকালে ব্যাট করতে নেমে শামীমা সুলতানাকে নিয়ে দারুণ জুটি পান ফারজানা। সতর্ক শুরু টেনে নিতে থাকেন তারা। মন্থর উইকেটে প্রথমে কিছুটা সময় নিয়ে থিতু হওয়ার দিকে মন দেওয়া পরে কাজে লেগেছে। শামীমা সুলতানার বিদায়ে ২৭তম ওভারে গিয়ে ভাঙে উদ্বোধনী জুটি। ৯৩ রানের জুটিটি ওয়ানডেতে ওপেনিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ, ভারতের বিপক্ষে সর্বোচ্চ।

তিনে নেমে রানের চাকা সচল করার চেষ্টায় ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে মিলে দ্বিতীয় উইকেটে ৭১ রান যোগ করেন ফারজানা। বাংলাদেশও চ্যালেঞ্জিং পুঁজি পাওয়ার দিকে ছুটতে থাকে। তবে কাজ অসমাপ্ত রেখে বিদায় নিতে হয় অধিনায়ককে। স্লগ ওভারে রান বাড়ানোর চেষ্টা স্লগ সুইপ করতে গিয়ে থামেন জ্যোতি। ৩৬ বলে ১ চারে ২৪ করেন তিনি। চারে নেমে দ্রুত ফিরে যান রিতু মনি।

পরে সোবহানা মুশতারিকে (২২ বলে ২৩)  নিয়ে রান বাড়াতে থাকেন ফারজানা। দীপ্তি শর্মার বল কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দুহাত উঁচিয়ে ধরেন বাংলাদেশের ব্যাটার। ইনিংসের একদম শেষ বলে ফারজানা আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে ৪৯ বল থেকে আসে মহা গুরুত্বপূর্ণ ৫৪ রান।  

Comments