টেস্টে টি-টোয়েন্টির ব্যাটিং করে জয়ের অপেক্ষায় ভারত

ভারতের ৪৩৮ রানের জবাবে চতুর্থ দিনে ২৫৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের বড় লিডের সঙ্গে আরও ১৮১ রান যোগ করে বিশাল লক্ষ্য দিয়ে শেষ বিকেলে স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়েছে ভারত।
Ishan Kishan

মোহাম্মদ সিরাজের তোপে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাটিং শুরু করল ভারত। ওভারপ্রতি সাড়ে সাত করে রান তুলে ইনিংস ছেড়ে দিয়ে বড় জয়ের অপেক্ষায় রোহিত শর্মার দল।

ভারতের ৪৩৮ রানের জবাবে চতুর্থ দিনে ২৫৫ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের বড় লিডের সঙ্গে আরও ১৮১ রান যোগ করে বিশাল লক্ষ্য দিয়ে শেষ বিকেলে স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়েছে ভারত।

২ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শেষ করা ক্যারিবিয়ানদের ম্যাচ জিততে চাই আরও ২৮৮ রান। নিশ্চিতভাবেই ম্যাচ তাই ভারতের মুঠোয়। তবে পোর্ট অব স্পেনে রোববার বৃষ্টির পূর্বাভাস থাকায় শঙ্কায় থাকবে ভারত।

আগের দিনের ৫ উইকেটে ২২৯ রানের সঙ্গে স্রেফ ২৬ রান যোগ করেই শেষ ৫ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জেসন হোল্ডারদের কাবু করে শেষ দিকে একাই ধস নামান সিরাজ। ৬০ রানে ৫ উইকেট নেন এই পেসার।

বড় লিডের পর ঝড় তুলেন রোহিত। যশভি জয়সওয়ালকে নিয়ে ১১ ওভারেই দলের রান একশোর কিনারে নিয়ে যান তিনি। ৪৪ বলে ৫ চার ৩ ছক্কায় ৫৭ করে থামেন ভারত অধিনায়ক। এরপর শুভমান গিল ৩৭ বলে করেন ২০। যশভি ৩০ বলে ৩৮ করে থামান তার ঝড়। তবে আসল কাজ করেছেন চারে উঠা ইশান কিশান। এই তরুণ বিস্ফোরক ব্যাটিংয়ে এলোমেলো করে দেন ক্যারিবিয়ান বোলিং। মাত্র ৩৪ বলে ৪ চার, ২ ছক্কায় ৫২ করেন তিনি।

বিশাল লক্ষ্যে খেলতে নেমে সতর্ক শুরুর পর ১৮তম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রবীচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে কাটা পড়েন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্রিক ম্যাকেঞ্জিকেও তুলে নেন অশ্বিন। তেজনারাইন চন্দরপল আর জার্মেইন ব্ল্যাকউড ক্রিজ আঁকড়ে পড়ে থেকে লড়াই জারি রেখেছেন। ৯৮ বলে ২৪ রান নিয়ে খেলছেন তেজনারাইন, ৩৯ বলে ২০ রান করে তার সঙ্গী ব্ল্যাকউড

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago