জার্মানির বিপক্ষে পয়েন্ট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত আয়ারল্যান্ডের
টেস্ট মর্যাদা সম্পন্ন দেশ হলেও আগামী ওয়ানডে বিশ্বকাপে দর্শক হিসেবে থাকবে আয়ারল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপে উঠতে না পারলেও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে ২০ দলের বিশ্বকাপ। বাংলাদেশসহ ১২ দল সরাসরি নিশ্চিত হয়েছে আগেই। এবার বাকি ৮ জায়গার মধ্যে আইরিশরা একটি জায়গা নিশ্চিত করে ফেলল।
ইউরোপিয়ান বাছাইয়ের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় বিশ্বকাপে জায়গা পাকা হয়ে যায় আইরিশদের।
স্কটল্যান্ডের এডিনবার্গে জার্মানির বিপক্ষে এক পয়েন্ট পেলেই চলত। ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় খেলতে না নেমেই কাজ সারা হয়ে যায় পল স্টার্লিংদের।
বাছাইপর্বে পাঁচ ম্যাচে চারটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত তারা। শুক্রবার শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড।
স্কটল্যান্ডেরও বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত। চার ম্যাচে সব জিতে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। স্কটল্যান্ডকে টপকে যাওয়ার সুযোগ আছে ইতালির। তবে সেটা কেবল গাণিতিকভাবে। স্কটিশরা যদি ডেনমার্ক ও আয়ারল্যান্ডের কাছে হারে এবং ইতালি বাকি সব ম্যাচ জিতলেও হিসেবে আসবে রানরেট। সেখানেও বেশ এগিয়ে স্কটল্যান্ড।
২০ দলের বিশ্বকাপে বাছাই থেকে আসবে ৮ দল। এশিয়া অঞ্চলের বাছাই থেকে দুটি, আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে দুটি, পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাই থেকে একটি এবং আমেরিকা অঞ্চলের বাছাই থেকে একটি দল জায়গা পাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
Comments