জিম-আফ্রো টি-টেনে বিধ্বংসী তাসকিন
প্রথম ওভারে নিলেন দুই উইকেট, পরের ওভারে আরেকটি। তাসকিন আহমেদের গতির কোন জবাব দিতে পারলেন না আন্দ্রে ফ্লেচার, হজরতুল্লাহ জাজাইরা। জিম-আফ্রো টি-টেন আসরে নিজের ছন্দ ধরে রেখে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন বাংলাদেশের তারকা।
বৃহস্পতিবার হারারেতে ডারবান কালান্দার্সের বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নেন বুলাওয়ে ব্রেইভসের তাসকিন। এই নিয়ে টুর্নামেন্টে তাসকিনের ৭ ম্যাচ খেলে তাসকিনের উইকেট হলো ১১টি। পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে টপকে আসরের সর্বোচ্চ উইকেটশিকারী এখন ডানহাতি পেসার।
টস হেরে বল হাতে নিয়ে তৃতীয় বলেই সাফল্য পান তাসকিন। নিউজিল্যান্ডের টিম সেইফার্ট তাকে উড়াতে গিয়ে ধরা দেন কাভারে। ইনোসেন্ট কাইয়া ঝাঁপিয়ে জমান দারুণ ক্যাচ।
আন্দ্রে ফ্লেচার ক্রিজে এসেই চার মেরে দেন তাসকিনকে। কিন্তু তাকেও টিকতে দেননি তিনি। ওভারের শেষ বল ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়াতে গিয়েছিলেন। তাসকিনের গতি সামাল দিতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটার। পরিস্কার বোল্ড হয়ে ফিরে যান তিনি।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে জাজাই তাকে বাউন্ডারি মেরে দিয়েছিলেন। পরের বলেই লেগ স্টাম্পের বাইরে বল ফেলে আউট স্যুয়িং করিয়ে জাজাইকে কাব করেন তাসকিন। দারুণ ডেলিভারিতে নিজের স্টাম্প ভেঙে যেতে দেখেন বাঁহাতি আফগান ওপেনার।
Comments