অ্যাশেজ ২০২৩

তালগোল পাকিয়ে প্রথম দিনেই ব্যাকফুটে ইংল্যান্ড

Chris Woakes

ভালো শুরুর পর একটা ধস। ঘুরে দাঁড়িয়ে মঈন আলি-হ্যারি ব্রুকের শতরানের জুটি, এরপর আবার ধস। নিজেদের চেনা ঢঙে রান তোলার গতি পাঁচের উপর রাখলেও ইংল্যান্ডের ব্যাটিং থাকল না পরিকল্পনার ছাপ। শেষ টেস্টের প্রথম দিনে তাই দাপট অস্ট্রেলিয়ার।

ওভালে বৃহস্পতিবার অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিন হতাশা বাড়ানো ব্যাটিং করেছে ইংল্যান্ড। স্বাগতিক ইনিংস ২৮৩ রানে গুটিয়ে যাওয়ার পর ১ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছে অজিরা।

পুরো দিনে অস্ট্রেলিয়ার হিরো মিচেল স্টার্ক। বাঁহাতি পেসার ৮২ রানে পেয়েছেন ৪ উইকেট। ইংল্যান্ডের সর্বোচ্চ রান এসেছে ব্রুকের ব্যাটে। ৯১ বলে ৮৫ রান করেছেন ডানহাতি ব্যাটার।

টস হেরে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি-বেন ডাকেট আনেন দারুণ শুরু। ওয়ানডে মেজাজে রান উঠিয়ে ছুটতে থাকে ইংল্যান্ড। দ্বাদশ ওভারে মিচেল মার্শের হলে কিপারের হাতে ক্যাচ দিয়ে থামেন ৪১ বলে ৪১ করা ডাকেট।

এরপর দ্রুতই ক্রলি ও জো রুটের উইকেট হারিয়ে বসে ইংলিশরা। প্যাট কামিন্সের বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ধরা দেন ৩৭ বলে ২২ রান করা ক্রলি। রুট এসেই বোল্ড হয়ে যান জশ হ্যাজেলউডের বলে।

বিনা উইকেটে ৬২ থেকে ৩ উইকেটে ৭৩ রানে পরিণত হওয়া ইংল্যান্ড এরপর মঈন-ব্রুকের ব্যাটে ছুটতে থাকে। বলের চেয়ে রান বেশি তুলে তারা লাগাম নিজেদের দিকে নিয়ে যাচ্ছিলেন।

১০৮ বলে চতুর্থ উইকেট জুটিতে উঠে আসে ১১১ রান। দারুণ সব শটে উইকেটের চারপাশ মাতিয়ে রাখেন দুজনে।

তবে অফ স্পিনার টড মার্ফিকে পড়তে ভুল করে বিপদ ডেকে আনেন মঈন। ৪৭ বলে ৩৪ করে বোল্ড হন তিনি। পরের কয়েক ওভারে পুরো বদলে যায় ম্যাচের ছবি। বেন স্টোকস আর ব্রুককে তুলে নেন স্টার্ক। জনি বেয়ারস্টো কাটা পড়েন হ্যাজেলউডের বলে। ৩ উইকেটে ১৮৪ থেকে ৭ উইকেটে ২১২ রানে পরিণত হয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের রান তবু তিনশোর কাছে যেতে পারে ক্রস ওউকস-মার্ক উডের জুটিতে। ৮ম উইকেটে ৫৪ বলে ৪৯ যোগ করেন তারা। উডকে বোল্ড করে মার্ফি ভাঙেন জুটি, পরে স্টার্ক মুডে দেন ইনিংস।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে উসমান খাওয়াজ-ডেভিড ওয়ার্নার জুটি দিন পার করার আভাস দিচ্ছিল। তবে সিরিজে নিজের ব্যর্থতা বজায় রেখে ওউকসের শিকার হন ওয়ার্নার (৫২ বলে ২৪)। পরে মারনাশ লাবুশানকে নিয়ে বাকি সময় কাটিয়ে দিয়েছেন খাওয়াজা (৭৫ বলে ২৬*)।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

34m ago