অস্ট্রেলিয়াকেও তিনশোর ভেতর আটকে ম্যাচ জমালো ইংল্যান্ড
আগের দিন তালগোল পাকানো ব্যাটিংয়ে বড় রান করতে না পারার আক্ষেপে পুড়ছিল ইংল্যান্ড। তবে বোলাররা অজিদের চেপে ধরে দলকে দারুণভাবে রেখেছেন ম্যাচ। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই সমান তালে ছুটছে দুই দল।
ওভালে শুক্রবার দ্বিতীয় দিনে কাউকেই স্পষ্ট এগিয়ে রাখার উপায় নেই। ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে ২৯৫ রান করে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। লিড নিয়েছে ১২ রানের। দুইশোর আগে ৭ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়া তিনশোর কাছে যেতে পেরেছে টেল এন্ডারদের দৃঢ়তায়।
১ উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করে মারনাশ লাবুশানকে নিয়ে ভালোই এগুচ্ছিলেন উসমান খাওয়াজা। ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও লাবুশান রান তুলতে পারছিলেন না। অনেক ধীরগতিতে খেলে দুই অঙ্কেও যেতে পারেননি। ৮২ বলে ৯ রান করে শিকার হন মার্ক উডের।
ফিফটির কাছে গিয়ে থামেন খাওয়াজাও। এলবিডব্লিউতে তাক ফেরান স্ট্রুয়ার্ট ব্রড। ট্রেভিস হেডকেও ছাঁটেন তিনি। মিচেল মার্শ এসে থিতু হওয়ার চেষ্টা করতে তাকে বোল্ড করে দেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। আলেক্স কেয়ারির উইকেট নেন জো রুট। মিচেল স্টার্ককে মার্ড উড ফেরা ১৮৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।
বাকিদের যাওয়া-আসার মাঝে টিকে থাকা স্টিভেন স্মিথ প্যাট কামিন্সকে নিয়ে ৮ম উইকেটে যোগ করেন ৫৪ রান। দারুণ খেলে ফিফটি করা স্মিথ ছুটছিলেন সেঞ্চুরির দকে। তাকে থামান ওউকস।।
এরপর টড মার্ফিকে নিয়ে আরও ৪৯ রান যোগ করে ফেলেন কামিন্স। আলগা বোলিংয়ের সুযোগ নিয়ে বড় সব শটে ৩৯ বলে ৩৪ রানের মূল্যবান ইনিংস আসে মার্ফির ব্যাটে। ওউকস তার প্রতিরোধ ভাঙার পর রুট এসে কামিন্সকে তুলে মুড়ে দেন ইনিংস। অজি অধিনায়ক ৯৬ বলে ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন।
Comments