এশিয়া কাপ-বিশ্বকাপে তাসকিনকে ভালোমতো খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন তাসকিন। ছবি: বাসস

২০২৩ সালের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের তারকা পেসারের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাসকিন ও গোটা বাংলাদেশ দলকে আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালোমতো খেলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বছরের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। বিভিন্ন ক্যাটাগরিতে দশজন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। জাতীয় দলের ক্রিকেটার তাসকিনের পাশাপাশি ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পান নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

সম্মাননা পেয়ে গণমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তাসকিন, 'প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।'

পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু কথা হয় তাসকিনের। সেসময় তাকে ও বাংলাদেশকে দলকে শুভকামনা জানান শেখ হাসিনা। এই প্রসঙ্গে তাসকিন বলেন, 'আসলে জিজ্ঞেস করছিলেন যে সামনে আমাদের কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।'

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে তাসকিন জানান এই পুরস্কার থেকে প্রেরণা নেওয়ার কথা, 'এই পুরস্কারটি আমাকে আমাদের এই সুন্দর দেশের জন্য আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে!'

জিম-আফ্রো টি-টেন লিগ খেলে কিছুদিন আগে দেশে ফেরেন তাসকিন। বুলাওয়ায়ো ব্রেভসের জার্সিতে বল হাতে নজর কাড়েন তিনি। ৭ ম্যাচ খেলে শিকার করেন ১১ উইকেট। জিম্বাবুয়েতে খেলা ওই প্রতিযোগিতার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর প্রত্যাশায় আছেন তাসকিন, 'আসলে যে কোনো জায়গায় ভালো পারফর্ম করতে পারলে এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং আশা করি, এটাও কাজে লাগবে। টি-টেন বেশ কঠিন একটা ফরম্যাট ছিল। সামনের খেলায় এটা কিছুটা হলেও আমাকে সহায়তা করবে।'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
Bangladesh 2025-26 budget

Budget to shrink amid fiscal strain

Bangladesh’s interim government is preparing to unveil a rare contractionary budget on June 2, driven by a sharp rise in interest payment that is crowding out fiscal space and forcing spending cuts.

12h ago