নতুন অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো পাপনকে

সংবাদ সম্মেলনে জালাল ইউনুস (মাঝে)। ছবি: ফিরোজ আহমেদ

তামিম ইকবাল গত সপ্তাহে নেতৃত্ব ছাড়ার পর থেকে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিসিবি সেজন্য ডাক দেয় পরিচালনা পর্ষদের জরুরি সভার। তবে সেখানে আসেনি কোনো সিদ্ধান্ত। সভা শেষে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিবেচনায় থাকা সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে নতুন অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বোর্ডের জরুরি সভা। সেখানে বিসিবি প্রধান ও বোর্ড পরিচালকদের মধ্যে আলোচনা হলেও নতুন অধিনায়ক ঠিক করা হয়নি। এশিয়া কাপ সামনে থাকায় আগামী ১২ অগাস্টের মধ্যে এশিয়া কাপের জন্য অধিনায়কের নাম ঘোষণা করা হবে। বিশ্বকাপের দল ঘোষণার জন্য হাতে আরও সময় থাকায় পরবর্তীতে বিশ্বকাপের জন্য অধিনায়ক বেছে নিতে চায় বিসিবি।

সভার পর সংবাদ সম্মেলনে জালাল জানান বিসিবি সভাপতি পাপনকে অধিনায়ক বেছে নেওয়ার দায়িত্ব দেওয়ার কথা, 'আপনারা জানেন যে, আজকে আমাদের একটা জরুরি সভা ছিল। জরুরি সভা ডাকার জন্য একটা কারণ ছিল সেটা অধিনায়কত্বের ব্যাপারে। মূলত, এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য দায়িত্ব দিয়েছি।'

নাজমুল হাসান পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

'তিনি এখন ভেবেচিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে অধিনায়ক হওয়ার জন্য, তাদের সঙ্গে কথা বলে (নির্ধারণ করবেন)। (এরপর) আমরা চূড়ান্ত করব। আশা করি, আমরা দুই-তিন দিনের মধ্যে... ১২ সেপ্টেম্বর (মূলত অগাস্ট) আমাদের ডেডলাইন আছে (এশিয়া কাপের দল দেওয়ার জন্য)। তার আগে আমরা অধিনায়ক চূড়ান্ত করে আপনাদের জানিয়ে দিব।'

কেন আরও সময় নেওয়া হচ্ছে অধিনায়কের নাম ঘোষণার জন্য সেটার ব্যাখ্যায় এই বোর্ড কর্মকর্তা বলেন, 'প্রথম কথা হচ্ছে, তারা (ক্রিকেটারদের) এখন কয়েকজন (দেশের) বাইরে আছে। তবে টেলিফোনে আলাপ করা যায়। আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা ছিল। কারণ, যাকে দেওয়া হবে, আমরা চাচ্ছি যে তাকে ভালোভাবে বুঝে শুনে (দেওয়া হোক)। কাউকে সব সংস্করণে (আমরা অধিনায়কত্ব) দিব অথবা দুই সংস্করণের জন্য (দিব) কিনা (সেটা বিবেচনার ব্যাপার আছে)।'

'অধিনায়কত্বের জন্য যাদেরকে বলা হবে, তারা রাজি আছে কিনা (সেটাও দেখতে হবে)। এসব আলাপ-আলোচনার জন্য সময় নেওয়া (হয়েছে)। যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে, তাই মাননীয় সভাপতিকে সবাই বলেছে, "আপনি দায়িত্ব নিয়ে তাদের (অধিনায়ক নির্বাচনের জন্য তালিকায় থাকা সম্ভাব্যদের) সঙ্গে কথা বলেন।" আর আমাদের নির্বাচিত যে অধিনায়ক হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।'

অধিনায়ক বেছে নিতে বিসিবির বিবেচনায় কারা আছেন তা জানিয়ে দেন জালাল, 'আপনারা জানেন, সাকিব (আল হাসান) আছে, লিটন (দাস) আছে। আরেকজন সম্ভাবনাময় (মেহেদী হাসান) মিরাজ আছে... এদের সঙ্গে মূলত আলাপ-আলোচনা করা হবে।'

সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

তামিম অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার পাঁচদিন পেরিয়ে গেছে। তবে এখনও প্রকৃতপক্ষে কোনো অগ্রগতি হয়নি নতুন অধিনায়ক নির্বাচনের ব্যাপারে। মঙ্গলবার থেকেই অবশ্য তালিকায় থাকা সম্ভাব্যদের সঙ্গে আলাপ শুরু করবেন পাপন বলে জানান জালাল, 'না, আলাপ-আলোচনা হয়নি। আজকে থেকে তিনি (পাপন) আলোচনা শুরু করবেন। যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন, আজকে থেকে অফিসিয়ালি আলাপ-আলোচনা শুরু হবে।'

জালাল আরও একটি চমক জাগানো মন্তব্য করেন। আগে এশিয়া কাপের জন্য ও পরে বিশ্বকাপের জন্য অধিনায়ক ঘোষণা করবে বিসিবি, 'যেহেতু আমাদের ১২ তারিখের (অগাস্ট) মধ্যে (দল) দিতে হবে, সেজন্য ১২ তারিখের মধ্যে এশিয়া কাপের অধিনায়ক দেওয়া হবে। আমাদের দল দেওয়ার ব্যাপারও আছে সেইসঙ্গে। যেহেতু বিশ্বকাপের (দল ঘোষণার) জন্য ৫ সেপ্টেম্বর আমাদের শেষ সময়, তার আগে আমরা চাচ্ছি যে ভেবেচিন্তে পরবর্তীতে বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করার।'

সেক্ষেত্রে ভিন্ন দুজন অধিনায়ক হতে পারেন কিনা এমন প্রশ্নে তার জবাব, 'এখন তো আমার মনে হয়, (এশিয়া কাপে) ওয়ানডে অধিনায়ক যে হবে, তার (পরবর্তীতে দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে) দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত।'

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

44m ago