বিসিবি প্রধানের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা নেই মাহমুদউল্লাহর?
ওয়ানডে দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন কি-না এ নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক জল্পনা-কল্পনাই হয়েছে। তার অভিজ্ঞতার কথা বিবেচনা করেই আলোচনা ছিল তুঙ্গে। কিন্তু তাকে এশিয়া কাপের স্কোয়াডে তার জায়গা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
শুক্রবার গুলশানে নিজের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি প্রেসিডেন্ট। সেখানে মাহমুদউল্লাহকে নেওয়া হবে কি-না জানতে চাইলে নানা প্রসঙ্গই তুলে ধরেন পাপন, 'আমার ধারণা এটা মোটামুটি ক্লোজ হয়ে গেছে। অন্তত চারটা পেসার নিয়ে যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন।'
'স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে; অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমের সম্ভাবনাই বেশি। আমার ওপেনার বাকি, তাওহীদ হৃদয়-শান্ত-মুশফিক বাকি আছে। এদেরকে বাদ দিয়ে তো আর করা যাবে না,' বলেন বিসিবি প্রধান।
তবে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাহমুদউল্লাহর সুযোগ থাকতে পারে বলে মনে করেন পাপন, 'আসলে আপনারা যত অপশন দেখেন, আমি কিন্তু এরকম অপশন কিছু দেখি না। খামাখা একটা দ্বিধা তৈরি করা বা মন খারাপ বোর্ডের সঙ্গে প্লেয়ারদের। অতিরিক্ত প্লেয়ার কাকে নেবো এটা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি এখানে আফিফ আছে, মাহমুদউল্লাহ রিয়াদ আছে, শামীম পাটোয়ারী আছে।'
এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড আগেই নির্ধারিত হয়ে গেছে জানিয়ে বলেন, 'আমার তো ১৭ জন শেষ আগেই। ব্যক্তিগত ভাবে মনে করি কিন্তু কিছু খেলোয়াড় আছে, যাদের নিলে খেলাতে হবে। তাহলে বাদটা দিবে কাকে? সিদ্ধান্তটা এতো সহজ না। আমি মনে করি এটা এতো জটিল করার কিছু নেই। বিশ্বাস রাখেন দলের উপরে, আমি মনে করি যে দলই খেলবে ভালো করবে।'
পারফরম্যান্সের ঘাটতির কারণে ইংল্যান্ড সিরিজের পরই বাদ পড়ে যান মাহমুদউল্লাহ। দলের চাহিদা অনুযায়ী ব্যাট করতে পারেননি। তার উপর ফিল্ডিংয়েও ধুঁকছিলেন। এরপর ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যায়নি চেনা মাহমুদউল্লাহকে। তাই আপাতত স্কোয়াডের বাইরেই থাকতে হচ্ছে তাকে। প্রত্যাশা পূরণ করতে না পারায় তার মতো বাদ পড়েন আফিফও।
মাহমুদউল্লাহ-আফিফদের এশিয়া কাপে না ব্যাপারটি পাপন জানালেও চূড়ান্ত স্কোয়াড জানায়নি বিসিবি। আগামীকাল শনিবারই ঘোষণা করা হবে জানিয়ে বোর্ড সভাপতি আরও বলেন, 'বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল (শনিবার) ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।'
Comments