তবু অনুতপ্ত নন হারমানপ্রিত

harmanpreet kaur

আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন, পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও করেছিলেন অশোভন আচরণ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে এমন আচরণের নজিরবিহীন শাস্তিও পেয়েছিলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। সেই ঘটনার প্রায় এক মাস পর এবার মুখ খুলেছেন এই তারকা। ব্রিটিশ গণমাধ্যম দ্য ক্রিকেট পেপার দেওয়া সাক্ষাতকারে বলেছেন, নিজের আচরণে একদমই অনুতপ্ত না তিনি।

গত ২২ জুলাই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। টাই হওয়া সেই ম্যাচে আম্পায়ার আউট দিলে রেগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে বেরিয় যান হারমানপ্রিত। রিপ্লেতে অবশ্য তার আউট নিয়ে কোন সংশয় খুঁজে পাওয়া যায়নি।

ম্যাচে আরও কিছু সিদ্ধান্ত নিয়ে মাঠেই আপত্তি জানায় ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের কঠোর সমালোচনা করেন অধিনায়ক হারমানপ্রিত। ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের খেলোয়াড়দের দিকে কটূ মন্তব্য করতে দেখা যায় তাকে।

এই ঘটনায় আইসিসি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করে। আন্তর্জাতিক ক্রিকেটে কোন নারী ক্রিকেটার এর আগে এত কড়া শাস্তি পাননি।

বর্তমান ইংল্যান্ডে দ্য হ্যান্ড্রেড টুর্নামেন্ট ব্যস্ত থাকা হারমানপ্রিতের ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কোরেশীকে সম্প্রতি সাক্ষাতকার দেন। সেখানে এক মাস আগের ঘটনায় নিজের অনুতাপ না থাকার কথা জানান, 'আমি বলব না কোন কিছু নিয়ে আমি অনুতপ্ত কারণ দিনশেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন যেন ন্যায্য জিনিস হয়। একজন খেলোয়াড় হিসেবে সব সময়ই আপনার অধিকার আছে নিজের অনুভূতি প্রকাশ করার।'

'আমি মনে করি না কোন ব্যক্তি বা খেলোয়াড়কে আমি ভুল কিছু বলেছি। আমি শুধু মাঠে কি হয়েছে সেসব বলেছি। আমি কোন কিছু নিয়ে অনুতপ্ত না।'

অনুতপ্ত না হওয়ার কথা বললেও আইসিসির শুনানিতে নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন এই তারকা।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago