নির্দিষ্ট কোন ব্যাটিং অর্ডার নিয়ে খেলবে না ভারত!
রোহিত শর্মা যেমন ইনিংস ওপেন করে, বিরাট কোহলি নামেন তিনে। ভারতের ব্যাটিং অর্ডারে এমনটাই দেখা যায় সীমিত ওভারের ক্রিকেটে। তবে এবার রোহিতই জানালেন, তাদের নির্দিষ্ট কোন ব্যাটিং অর্ডার নেই। আগামী বিশ্বকাপ সামনে রেখে যেকাউকে যেকোনো পজিশনে ব্যাট করতে হতে পারে।
ভারত মূলত ভুগছে চার নম্বর পজিশন নিয়ে। কদিন আগে রোহিত বলেছিলেন, যুবরাজ সিংয়ের অবসরের পর চারে তেমন কাউকে পাননি তারা। চার নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাতেও আছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চারে খেলতে দেখা গেছে আকসার প্যানেলকেও।
এশিয়া কাপের দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে রোহিত ইঙ্গিত দেন ব্যাটিং অর্ডারের অদল বদলের, 'একটা জিনিস আমি এই দলে চাই সবাই যেন যেকোনো পজিশনে ব্যাট করার জন্য প্রস্তুত থাকে। এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। আপনাকে নমনীয় থকতে হবে। আমরা চাই একজন তারা যেকোনো পজিশনে খেলতে এগিয়ে আসবে।'
'কেউ বলতে পারবে না আমি এই পজিশনে ভালো, আমি ওই পজিশনে ভালো। যেকোনো পজিশনে খেলতে পারে এমন লোক দরকার। এই বার্তাই সবাইকে দেওয়া হয়েছে। এখন না , এটা তিন -চার বছর ধরে করে আসছি আমরা।'
কোহলির মতোন বড় তারকাকে তিনের নিচে নামানো সম্ভব কিনা, এমন প্রশ্নও উঠেছে রোহিতের কথায়। তবে ভারত অধিনায়ক জানিয়েছেন তারা সবাইকেই এই বার্তা দিয়ে রেখেছেন, 'আমি জানি এটা কঠিন মনে হয় বাইরে থেকে যে একজন চারে ব্যাট করত তাকে ছয়ে খেলতে হবে। কিন্তু বার্তাটা এভাবেই দেওয়া হয়েছে।'
কদিন আগে রবি শাস্ত্রী স্টার স্পোর্টসের এক আলোচনায় রোহিতকে ওপেনিং থেকে সরে চারে খেলার পরামর্শ দিয়েছেন। ওপেনিংয়ে তিনি রেখেছেন দুই তরুণ শুভমান গিল ও ইশান কিশানকে। এশিয়া কাপেও এমনটা দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। রোহিতের কথা সাত-আট পর্যন্ত কোন নির্দিষ্ট ব্যাটিং অর্ডার থাকছে না তাদের, 'আমরা বলেছি এটা চাই। আমরা একজন খেলোয়াড়ের একটা পজিশন নিয়ে পঙ্গু হয়ে থাকতে চাই না। সাত-আট পর্যন্ত যেকাউকে যেকোনো জায়গায় খেলতে হতে পারে। এই বার্তা আমরা অনেক আগে থেকেই দিয়ছি।'
Comments