বিশ্বকাপ পর্যন্ত চলবে সৌম্য-মাহমুদউল্লাহদের আলাদা ক্যাম্প

বিশ্বকাপের ব্যাকআপ খেলোয়াড় প্রস্তুত রাখতে এই ক্যাম্প চলবে বিশ্বকাপ অবধি।
বুধবার অনুশীলনে যোগ দেন মাহমুদউল্লাহ। ছবি: সংগ্রহ

এশিয়া কাপ স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের নিয়ে কদিন ধরেই চলছে আলাদা ক্যাম্প। জাতীয় দলের অনুশীলনে যেমন তীব্রতা থাকে একই মানের অনুশীলন নিশ্চিত করা হচ্ছে এই ক্যাম্পে। বিশ্বকাপের ব্যাকআপ খেলোয়াড় প্রস্তুত রাখতে এই ক্যাম্প চলবে বিশ্বকাপ অবধি।

বিশেষ এই ক্যাম্প পরিচালনায় আছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। বুধবার ছিল না জাতীয় দলের অনুশীলন, তবে চলেছে এই ক্যাম্প। এশিয়া কাপের রিজার্ভ তালিকায় থাকা দুই ক্রিকেটার তাইজুল ইসলাম, সাইফ হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ, জাকির হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সোহেল জানান, আপাতত ৩ তারিখ পর্যন্ত চললেও এই ক্যাম্পে ধাপে ধাপে বিশ্বকাপ পর্যন্তই চালু থাকবে, '৩ তারিখ পর্যন্ত, আমার কাছে মনে হয় এটা বিশ্বকাপ পর্যন্ত চলবে, কারণ এর মধ্যে নিউজিল্যান্ড সফর আছে, তারপর বিশ্বকাপে যাবে। তো এটা সব সময় ব্যাকঅপে যারা ফোকাস আছে, যাদের সম্ভাবনা আছে তারা সব সময় এখানে অনুশীলন করবে।'

ক্যাম্প পরিচালনায় থাকা সোহেল জানান, জাতীয় দলের সঙ্গে মিল রেখেই অনুশীলনের ছক সাজিয়েছেন তারা,  'এ অনুশীলনটা এভাবে সাজানো হয়েছে, যেন জাতীয় দলের যে তীব্রতা থাকে, মাত্রা থাকে, সেভাবেই যেন অনুশীলন করে তারা তৈরি থাকে, পিক হলে যেন জাতীয় দলে গিয়ে খুব তাড়াতাড়ি কোপ করতে পারে।'

'এখানে আসলে দুভাবে প্রস্তুতি নিচ্ছে। একটা হচ্ছে স্কিলে, টেকনিক্যাল জিনিস যে কিছু জায়গায় যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে কে নতুন বলে খেলবে কীভাবে খেলবে এসব।'

'এখানে ফিল্ডিং অনুশীলন চলছে। স্কিলের সাথে সাথে ফিটনেসটাও আসলে জাতীয় দলে যেভাবে চলছে এটাও ওই ইনসেন্টিসেতে চলছে।'

অনুশীলনের প্রথম দুদিন পারিবারিক সমস্যার কারণে যোগ দিতে পারেননি জাতীয় দলে জায়গা হারানো মাহমুদউল্লাহ। বুধবার থেকে তিনিও যোগ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago