বিগ ব্যাশের ড্রাফটে তাইজুল-রিপন-জাহানারা

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ত্রয়োদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, পেসার রিপন মণ্ডল ও পেসার জাহানারা আলম।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ত্রয়োদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার রিপন মণ্ডলের সঙ্গে এই টুর্নামেন্টের মেয়েদের লিগের ড্রাফটে আছেন পেসার জাহানারা আলম।

সোমবার ২৯টি দেশের ৩৭৬ জন বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর নারী ক্রিকেটারের তালিকায় রয়েছেন ১২২ জন। আগামী রোববার স্থানীয় সময় বিকালে হবে মেয়েদের প্লেয়ার্স ড্রাফট। এরপর সন্ধ্যায় শুরু হবে ছেলেদের ড্রাফট।

গত আসরেও নাম দিয়েছিলেন রিপন। তার সঙ্গে ছিল দুই পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের নামও। তবে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। নতুন আসরে পুনরায় নাম জমা দিলেন রিপন। এখন পর্যন্ত কেবল দুটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

৯৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৭৬ উইকেট নেওয়া তাইজুল কোনো বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই। জাহানারা অবশ্য হংকংয়ের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি লিগের নিয়মিত মুখ। এছাড়া ২০২০ সালে ভারতের উইমেন'স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটির হয়ে খেলেছেন তিনি।

এখনো পর্যন্ত বিগ ব্যাশে খেলা একমাত্র বাংলাদেশি সাকিব আল হাসান। তিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। পরের আসরে ৪টি ম্যাচ খেলেছিলেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।

আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের পরবর্তী আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে ২০২৪ সালে ২৪ জানুয়ারি। প্রায় একই সময়ে দশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল আয়োজনের কথা রয়েছে। বিপিএলের পরের আসর ৬ জানুয়ারি শুরু থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

44m ago