এশিয়া কাপ ২০২৩

পাকিস্তানকে কমের মধ্যে আটকানোর বিশ্বাস আছে তাসকিনের

তাসকিন তুলে ধরেন লাহোরের ব্যাটিং স্বর্গে আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের নেওয়া কৌশল।
ছবি: এএফপি

পাকিস্তানের ব্যাটিং আক্রমণের কেন্দ্রে আছেন অধিনায়ক বাবর আজম। তাকে যোগ্য সঙ্গ দিয়ে থাকেন ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদরা। শক্তিশালী এই লাইনআপ সম্পর্কে অবগত আছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলার প্রত্যয় জানালেন তিনি।

বুধবার চালু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের লড়াই। প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে বাংলাদেস সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।

ম্যাচের আগে বিসিবির একটি ভিডিও বার্তায় তাসকিন তুলে ধরেন লাহোরের ব্যাটিং স্বর্গে আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের নেওয়া কৌশল, 'লাহোরে অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। (আফগানিস্তানের বিপক্ষে) যেদিন আমরা খেলেছি, সেদিন আসলে উইকেট ও কন্ডিশন (সব সময়) আমাদের কন্ট্রোলে ছিল না। আমরা কুইকলি অ্যাডজাস্ট করতে পেরেছিলাম, আমরা প্রত্যেকটা বোলারই দারুণ বল করেছি এবং সামনে ম্যাচগুলোতেও আমরা এখান থেকে আরও বেটার করার চেষ্টা করব। এটা ভালো জিনিস যে আমরা খেলছি বিভিন্ন কন্ডিশনে এবং এক্সপেরিয়েন্সের সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি। আমাদের অ্যাকুরেসি ও ভেরিয়েশন খুব ভালো ছিল বিধায় আমরা (আফগানদের বিপক্ষে) ভালো করতে পেরেছি।'

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে বড় পুঁজি পাওয়ার আগেই থামাতে চান তিনি, 'এরকম উইকেটে বোলারদের মার্জিন অনেক ডিফিকাল্ট। কারণ একটু এদিক-ওদিক হলেই সেটা বাউন্ডারি হওয়ার চান্স থাকে। অনেক অ্যাকুরেট বোলিং করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক... ডেফিনিটলি ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য বেস্ট সাইড। সহজ হবে না, তবে আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে যে যদি আমরা আমাদের সেরা বোলিংটা করি, ওদেরকে একটা ভালো টোটালে আটকাতে পারব।'

দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ছিটকে যাওয়াকে দলের জন্য ক্ষতি মনে করেন তাসকিন, 'শান্ত ইনজুরড হওয়াতে ডেফিনিটলি আমাদের টিমের জন্য একটু লস হলো। তাও ওর জন্য শুভকামনা থাকবে যেন ও দ্রুত সুস্থ হয়ে দ্রুত দলে ফিরে আসে। ও অসাধারণ ব্যাটিং করেছে দুইটা ম্যাচে। ওর কন্ট্রিবিউশন খুবই ভালো ছিল। আশা করছি, ওর পরিবর্তে যেই খেলবে, ওর অভাবটা পূরণ করে দেবে।'

পাকিস্তানের কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও নিজেদের সামর্থ্যের পুরোটা মাঠে উজাড় করে দেওয়ার বার্তা দেন তিনি, 'নট অনলি ফাস্ট বোলারস, এই কন্ডিশনে যে কারও জন্যই ক্রিকেট খেলাটা বেশ কঠিন। কিন্তু এটা যেহেতু আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা আমাদের রিকভারির দিকেও খেয়াল রাখছি। অ্যাট দ্য সেম টাইম, টিমের ফিজিও ও ট্রেনারও আমাদের অনেক সাপোর্ট করছে। আমরা নিজেদের অনেক টেক কেয়ার করার চেষ্টা করছি যাতে আমরা সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং, তবে এর মধ্যেই সেরাটা খেলতে হবে।'

Comments