পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে অস্ট্রেলিয়া
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। তবে তাদের এক নম্বরে থাকা বেশিদিন স্থায়ী হলো না। দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শনিবার রাতে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের হারায় অজিরা। আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার আর মারনাশ লাবুশানের সেঞ্চুরিতে ৩৯২ রান করে ফেলে তারা। জবাবে ২৬৯ রানে আটকে ১২৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের পর ১২১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে যায় অস্ট্রেলিয়া। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান পাকিস্তানের।ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জিতলেই এক নম্বরে চলে যাবে পাকিস্তান। তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য ভালো খবর নেই। এখনো সাতে নিজেদের অবস্থান ধরে রাখলেও এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের কাছেও হারলে আটে নেমে যাবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশকে টপকে তখন সাতে উঠে আসবে শ্রীলঙ্কা।
Comments