প্রস্তুতি ম্যাচে রান পেলেন না মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ড সিরিজের আগে দলে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহ প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞ এ ব্যাটার এশিয়ান স্কোয়াডের বিপক্ষে মন্থর ব্যাটিং করে থিতু হয়েই ফিরে যান
Mahmudullah
মাহমুদউল্লাহ। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ড সিরিজের আগে দলে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহ প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞ এ ব্যাটার এশিয়ান স্কোয়াডের বিপক্ষে মন্থর ব্যাটিং করে থিতু হয়েই ফিরে যান। তবে রানের দেখা পেয়েছেন বেশ কজন। শাহাদাত হোসেন দিপু, জাকির হাসানের পাশাপাশি সৌম্য সরকার, মুমিনুল হক, নুরুল হাসান সোহানরা ঝলমলে ইনিংস খেলেছেন।

এশিয়া কাপসহ গত আর চার সিরিজ থেকে দলের বাইরে আছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড সিরিজে তাকে রাখার একটা আলোচনা চলামান। সেজন্য বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্কোয়াডের মধ্যেকার অনুশীলন ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল।

প্রথম ম্যাচটিতে জ্বলে উঠতে পারেননি তিনি। চারে ব্যাট করতে নেমে ৩৯ বল খুইয়ে ২৬ রান করে ফিরে যান। এরমধ্যে বেশ কয়েকবার পরাস্ত হতে দেখা যায় তাকে।

এই ম্যাচে টস জিতে প্রতিপক্ষ এশিয়ান স্কোয়াডকে ব্যাট করতে পাঠায় মাহমুদউল্লাহরদের টাইগার্স। পারভেজ হোসেন ইমন না পারলেও জাকির হাসান ও শাহাদাত দিপু গড়েন বড় জুটি। জাকির ৯৪ বলে ৮৪ ও শাহাদাত ৯০ বলে করেন ৮৪ রান। এছাড়া ইয়াসির আলি ১১ বলে করেন ২২ রান। ছয়ে নেমে ব্যর্থ হন মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ বলে করেন ৫ রান।

জবাবে রনি তালুকদার ১০ রা করে ফিরে গেলেও মুমিনুল হককে নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সৌম্য। তিনিও আছেন ফেরার লড়াইয়ে। রিপন মন্ডলের বলে আউট হওয়ার আগে ৪৬ বলে ৪০ করেন সৌম্য। সৌম্যের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৪০ রান।

সাদা বলে বিবেচিত না হওয়া মুমিনুল টেনে নেন ইনিংস। ৭৬ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। চারে নেমে খেলার গতি মন্থর করে দেন মাহমুদউল্লাহ। ৩৯ বল খেলে ২৬ রান করে রিশাদ হোসেনের লেগ স্পিনে ক্যাচ তুলে ফেরেন তিনি।

তবে এরপর নেমে ঝড় তুলেন নুরুল হাসান সোহান ৫ চার, ৪ ছক্কায় ৬৫ রান করেন তিনি। তার আউটের পর ৩৫ বলে ৩৯ করে জেতার কাজ সারেন ইরফান শুক্কুর। টাইগার্স জিতে ৪ উইকেটে।

সংক্ষিপ্ত স্কোর

এশিয়ান গেমস স্কোয়াড: ৪৬ ওভারে ৬ উইকেটে ২৭২ (পারভেজ ১৮, জাকির ৮৪, শাহাদাত ৮৪, সাইফ ১৬, ইয়াসির ২২, মোসাদ্দেক ৫, জাকের আলি ১৪, মৃত্যুঞ্জয় ২৩ ; ৪/৫৭, আবু হায়দার ১/৬৩, নাঈম ১/৩৫, তাইজুল ০/৪৯, এনামুল ০/৩৬, সৌম্য ০/৩১)

বাংলাদেশ টাইগার্স: ৪৩.২ ওভারে ২৭৪/৬ ( সৌম্য ৪০, রনি ১০, মুমিনুল ৭৬, মাহমুদউল্লাহ ২৬, সোহান ৬৫, সাদমান ৪, ইরফান ৩৯*, মাহিদুল ২*; তানভীর ২/৫১, রিপন ৩/৩৪, মোসাদ্দেক ০/৩৪, সাইফ ০/২৫, রাকিবুল ০/১২, সুমন ০/৪৬, রিশাদ ১/৩১, মৃত্যুঞ্জয় ০/৪০)

ফল: বাংলাদেশ টাইগার্স ৪ উইকেটে জয়ী।

Comments