হেডের চোটে বিশ্বকাপের দুয়ার খুলতে যাচ্ছে লাবুশানের
বিশ্বকাপ শুরুর আগেই একটা ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে হাত চোট পাওয়া ট্রেভিস হেড আপাতত ছিটকে গেছেন। বিশ্বকাপের প্রথম দিক তাকে পাওয়ার সম্ভাবনা নেই। তার বদলে তাই স্কোয়াডে ঢুকে যেতে পারেন দারুণ ছন্দে থাকা মারনাশ লাবুশানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-৩ ব্যবধানে হারার পর কথা বলেন অজি কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি জানান হেডের হাতে চিড় ধরা পড়েছে। তাতে করে বিশ্বকাপের প্রথম অংশে তাকে পাওয়া যাবে না।
এখনই অবশ্য চূড়ান্ত ঘোষণা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। আরও কয়েকজন অপেক্ষা করতে চায় তারা। তবে হেড খেলতে না পারলে ব্যাকআপ ব্যাটার হিসেবে স্কোয়াডে লাবুশানের চলে আসা প্রায় নিশ্চিত।
লাবুশান দলে এলে হেডের জায়গায় ওপেনিংয়ে উঠবেন মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে তাকে এমনটাই করতে দেখা গেছে।
লাবুশান যে দলে আসবেন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় হেডের কথায়, 'নির্বাচকদের কথা আমার বলা ঠিক না। তবে এটা ঠিক যে তারই (লাবুশান) সম্ভাবনা বেশি।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন না লাবুশান। ক্যামেরন গ্রিন মাথায় চোট পেয়ে আহত হয়ে মাঠ ছাড়লে কনকাশন বদলে হিসেবে নামেন। নেমেই খেলেন অপরাজিত ৮০ রানের ইনিংস। পরের ম্যাচে করেন ১২৪ রান। সিরিজের শেষ ম্যাচে তাকে ৪৪ রান করতে দেখা যায়। দলে আসার দাবিটা তাই জোরালোভাবে জানিয়েই রেখেছেন।
Comments