‘গামিনির পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না’, উইকেট নিয়ে পোথাস

ছবি: ফিরোজ আহমেদ

বৃষ্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে পণ্ড হওয়ায় হতাশ বাংলাদেশ দল। যা খেলা হয়েছে তাতে অবশ্য উইকেটও ছিল না আদর্শ। মন্থর ও দুই রকম বাউন্সের উইকেটে রান করা ছিল কঠিন। বিশ্বকাপের আগে যা ঠিক মাননসই নয়। দলের দায়িত্বে থাকা কোচ নিক পোথাস জানালেন, টানা বৃষ্টির কারণে ভালো উইকেট বানানো সম্ভব ছিল না।

টস হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের ৪.৩ ওভার পরই নামে বৃষ্টি। লম্বা সময় বন্ধ থাকার পর খেলা শুরু হলে ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। তবে ৩৩.৪ ওভার পরই আবার নামে বৃষ্টি। তাতে ভেসে যায় ম্যাচ। এই ৩৩ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে তুলে ১৩৬ রান। বাংলাদেশের বোলারদের বিপক্ষে রান করা বেশ কষ্টকর মনে হচ্ছিল তাদের। উইকেটে শুরু থেকেই টার্ন-বাউন্স পেতে থাকেন স্পিনাররা। মোস্তাফিজুর রহমানকেও দেখা যায় ধারালো।

দেখে মনে হয়েছে এই উইকেট কোনভাবেই বড় রানের নয়। বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলা কতটা কাজে দেবে, এমন প্রশ্নে বাংলাদেশের কোচ দায় দিলেন আবহাওয়াকে,  'আমরা পিচকে রেট করছি না। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পিচ বড় জোর দুই ঘণ্টা রোদ খেয়েছে। আপনি এতে আর কি আশা করেন?   গামিনির (প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা) পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না। আমার মনে হয়েছে এই সময়ে তিনি যথেষ্ট ভালো কাজ করেন।'

মন্থর উইকেট দেখে একাদশে কেবল চার স্পেশালিষ্ট বোলার রেখেছিল বাংলাদেশ। আস্থা রেখেছিল দুজন অনিয়মিত বোলারের উপর। পোথাস জানালেন পরের ম্যাচ ভিন্ন উইকেটে খেলা হলে একাদশের সমন্বয়েও আসতে পারে বদল,  'পরের উইকেটটি ভিন্ন হতে পারে। এমন হলে দলের সমন্বয় ভিন্ন হতে পারে। লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে, গামিনি ও তার দল অসাধারণ কাজ করেছে।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago