ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি বাড়েনি
৪ বছর পর একেকটি ওয়ানডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই প্রতি আসরে প্রাইজমানিও বাড়ে। তবে এবার দেখা যাচ্ছে ব্যতিক্রম। বৈশ্বিক অর্থনীতির কাঠামো অনেক বদলে গেলেও ২০১৯ সালের প্রাইজমানি থাকছে ২০২৩ সালের আসরেও।
২০১৯ সালে মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। এবারও থাকছে একই। চ্যাম্পিয়ন, রানার্সআপ পুরস্কারও আগের মতই। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্স আপ ২০ লাখ ডলার।
সেমি ফাইনালে পরাজিত দুই দলের জন্য থাকছে ৮ লাখ ডলার করে। অংশ নেওয়া বাকি ছয় দলের জন্য বরাদ্দ ১ লাখ ডলার করে। এছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জিতলে মিলবে ৪০ হাজার ডলার।
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ১৯ নভেম্বর একই ভেন্যুতে হবে ফাইনাল।
১০ দলের বিশ্বকাপে সব দলই একে অন্যের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা চারদল উঠবে সেমি ফাইনালে।
Comments