শুরুতেই কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ
আগের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। এবার টস জিতে ব্যাটিং বেছেও একই পরিস্থিতিতে তারা। গত ম্যাচের মতো আবার শুরুতে দারুণ বল করে সফরকারীদের চেপে ধরেছেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে উইকেট নিয়েছেন খালেদ আহমেদও।
ম্যাচের তৃতীয় ওভারে বাড়তি লাফানো বলে উইল ইয়ং ফেরান মোস্তাফিজ। উইলের ব্যাটের উপরের দিকে লেগে ক্যাচ যায় কিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ০ করে ফেরেন তিনি।
১৫ রানে প্রথম উইকেট হারানোর পর ফিন অ্যালেন দলের হাল ধরতে পারেননি। সপ্তম ওভারে মোস্তাফিজকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে। লাফিয়ে উঠে দারুণ ক্যাচ হাতে জমান সৌম্য সরকার। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা।
তিনে নেমে চাঁদ বোওজ প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেননি। ৮ম ওভারে ওয়ানডেতে প্রথম বল হাতে নিয়ে তাকে ফেরান খালেদ।
খালেদের বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের হাতে জমা পড়েন তিনি। ৩৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ভেস্তে যাওয়ার পর শনিবার দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
Comments