নিকোলসকে ফিরিয়ে জুটি ভাঙলেন খালেদ
৩৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছিল নিউজিল্যান্ড। দারুণ জুটিতে সেই চাপ সরিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন হেনরো নিকোলস আর টম ব্ল্যান্ডেল। নিকোলসকে ফিরিয়ে বিপদজনক জুটি ভেঙেছেন অভিষিক্ত খালেদ আহমেদ।
চতুর্থ উইকেটে এই দুজনের ৯৫ রানের জুটি ভেঙেছে ২৭তম ওভারে। দারুণ খেলতে থাকা নিকোলস খালেদের বলে কিপারের হাতে ক্যাচ দেন। ৬১ বলে ৪৯ রানে থামেন তিনি। খালেদ পান দ্বিতীয় উইকেট।
বাঁহাতি নিকোলসকে অ্যারাউন্ড দ্য উইকেটে বল করতে এসে সাফল্য পান ডানহাতি পেসার। ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে পরাস্ত হন।
তাতে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর আগে লম্বা সময় বাংলাদেশকে হতাশ করছিলেন নিকোলস। ফিফটি করা ব্লান্ডেলের সঙ্গে জুটিতে দলকে টেনে নিতে থাকেন তিনি।
টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই জোড়া আঘাত দেন মোস্তাফিজুর রহমান। তার দুইকেটের পর নিজের প্রথম ওভারেই খালেদও পান সাফল্য। তাতে ৩৬ রানে ৩ উইকেট হারিয়েছিল সফরকারীরা।
Comments